মরদেহ পোড়ানোর পর কেন ভাঙতেই হয় মাটির পাত্র জানেন?
Credit - X, Pixabay
TV9 Bangla
হিন্দু ধর্ম মতে অন্ত্যেষ্টিক্রিয়ার পর মাটির হাঁড়ি ভাঙা হয়। এই প্রথা বেশ প্রচলিত। আর এই রীতির পিছনে অনেক ধর্মীয় ও দার্শনিক কারণ দেওয়া হয়।
হিন্দু ধর্ম অনুসারে মরদেহ পোড়ানোর পর একটি পাত্র ভাঙা হলে আত্মার দেহের প্রতি মোহভঙ্গ হয়। বিশ্বাস করা হয় যে, পাত্রটি জীবনের প্রতীক এবং এতে ভরা জল জীবনের নশ্বরতা প্রমাণ করে।
অন্ত্যেষ্টির পর পাত্র ভাঙা হলে আত্মাকে বার্তা দেওয়া হয় যে, এই বিশ্বের সঙ্গে নিজের সংযোগ বন্ধ করে পরবর্তী জীবনের পথে হাঁটা উচিত।
অন্ত্যেষ্টির পর যে মাটির পাত্রে জল ভরে ভাঙা হয়, তাতে একটি ছিদ্র রয়েছে। যেখান থেকে প্রতিনিয়ত জল পড়তে থাকে। যা জীবন চক্রের প্রতিনিধিত্ব করে।
সময়ের সঙ্গে সঙ্গে জীবন শক্তি হ্রাস পায়। ভারতীয় ঐতিহ্য অনুসীরে দেহ পাঁচটি উপাদান দ্বারা গঠিত। তা হল পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ।
অন্ত্যেষ্টির পর যে পাত্র ব্যবহার করা হয়, তাতে রাখা জল এই উপাদানগুলির মধ্যে একটিকে প্রতিনিধিত্ব করে। পাত্র ভেঙে জল যখন মাটিতে মিশে যায়, তখন দেহ পঞ্চতত্বে মিলে যায়।
হিন্দু ধর্মে অন্ত্যেষ্টিক্রিয়ার শেষে পাত্র ভাঙার অর্থ হয় এই যে মৃত ব্যক্তি এখন এই বিশ্বের সকল বন্ধন, বস্তুগত জিনিস থেকে মুক্ত। এবং এই প্রক্রিয়াটি মৃত্যুর স্বীকৃতি এবং আত্মার মুক্তির প্রতীক বলে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।