aging
insomnia 3

3 August 2024

কোন বয়সে মাখবেন অ্যান্টি-এজিং ক্রিম?

credit: istock

image

TV9 Bangla

aging (1)

কপালে বলিরেখা, চোখের কোণে কুঁচকে যাওয়া ত্বক, গালের ঝুলে পড়া চামড়া, মুখভর্তি দাগছোপ—এগুলোই কিন্তু বার্ধক্যের লক্ষণ।

aging (2)

বয়স বৃদ্ধির সঙ্গে বার্ধক্যের লক্ষণ প্রকোপ হতে থাকে। এগুলোকে প্রতিরোধ করতে হলে সঠিক সময়ে অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা দরকার।

aging (3)

আজকাল দূষণ ও আবহাওয়ার কারণে ৪০-এর আগেই জোরাল হতে থাকে বার্ধক্যের লক্ষণ। তাই প্রথম সচেতন না হলে কিন্তু মুশকিল।

অ্যান্টি-এজিং ক্রিম সবাই চাইলেই মাখতে পারবেন না। সঠিক বয়সে অ্যান্টি-এজিং স্কিন কেয়ার শুরু করা দরকার। কিন্তু সেটা কবে?

প্রথম থেকে ত্বক নিয়ে সতর্ক থাকলে, সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চললে আলাদা করে অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের দরকার পড়ে না।

আপনার ত্বকের ধরন, অবস্থা, জেনেটিক্স ও আবহাওয়ার উপর নির্ভর করছে কবে থেকে অ্যান্টি-এজিং স্কিন কেয়ার রুটিন মেনে চলবেন। 

আজকাল দূষণের মাত্রা বেড়ে গিয়েছে, বেড়েছে প্রসাধনীও। তাই ৩০-এ পা দেওয়ার আগেই ত্বকের যত্ন নেওয়া শুরু করে দেওয়া দরকার। 

২৫ বছরের পর থেকেই অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার করতে পারেন। এতে সহজেই এড়াতে পারবেন বার্ধক্যের লক্ষণগুলো।