07 JUN 2025

নাকে বেশি চুল গজানো কীসের লক্ষণ? সমুদ্রশাস্ত্র বলছে...

credit:TV9

TV9 Bangla

নাকে বড় বড় চুল গজালে অত্যন্ত অস্বস্তির মধ্যে পড়তে হয়। অনেকের সাধারণ ভাবে নাকে লোম গজায়। অনেকের আবার হঠাৎ করে বৃদ্ধি দেখা যায়। এই হঠাৎ করে লোম বেড়ে যাওয়া কীসের লক্ষণ? কী বলছে সমুদ্রশাস্ত্র?   

সমুদ্রশাস্ত্র হল প্রাচীন ভারতীয় শাস্ত্র, যা মানুষের শরীরের গঠন, চিহ্ন ও বৈশিষ্ট্য অনুসারে তাঁর চরিত্র, ভাগ্য ও ভবিষ্যৎ সম্পর্কে নানা কথা বলে দিতে পারে। নাকের চুল সম্পর্ক কী বলছে সমুদ্র শাস্ত্র?

নাকের ভিতরে স্বাভাবিকভাবে সূক্ষ্ম লোম থাকে, যা শরীরকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে। তবে যদি কারও নাকের চুল অস্বাভাবিক রকম বড় হয় সমুদ্রশাস্ত্রে একে বিশেষ ইঙ্গিত বলে মনে করা হয়।

সমুদ্রশাস্ত্র মতে, যাঁদের নাকের চুল বেশি ও ঘন এবং তা বড় হয়ে যায়, তাঁরা সাধারণত দৃঢ় মনোবল ও জেদি স্বভাবের হন। এঁরা নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং অন্যের কথায় সহজে প্রভাবিত হন না।

এঁদের অর্থভাগ্য শুভ হয়। মধ্য বয়সে গিয়ে সাফল্য অর্জন করেন। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নাকে বড় চুল থাকা দীর্ঘায়ুর ইঙ্গিত বলেও ধরা হয়।

তবে সমুদ্রশাস্ত্রে এটাও বলা হয়েছে—অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে চুল গজানো যদি অস্বস্তি বা অস্বাভাবিকতা তৈরি করে, তাহলে তা শরীরের ভিতরের কিছু ভারসাম্যহীনতার ইঙ্গিত হতে পারে।

নাকে বড় চুল গজানো যদি খুব বেশি হয়, তা হয়তো আপনার ভাগ্যের এক বিশেষ চিহ্ন—কিন্তু একইসঙ্গে তা পরিচর্যারও প্রয়োজন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।