image of diya

28th  March, 2025

পুজোর মাঝে হঠাৎ নিভল প্রদীপ? এমন ঘটনা দিচ্ছে শুভ না অশুভের ইঙ্গিত?

TV9 Bangla

image

Credit - Unsplash, Pexels, Pixabay, Canva

দেব-দেবীর পুজোর সময় ভক্তিভরে প্রদীপ জ্বালান অনেকে। আর পুজোর মাঝে যদি হঠাৎ করে প্রদীভ নিভে যায়? তা হলে কী হয়?

দেব-দেবীর পুজোর সময় ভক্তিভরে প্রদীপ জ্বালান অনেকে। আর পুজোর মাঝে যদি হঠাৎ করে প্রদীভ নিভে যায়? তা হলে কী হয়?

অনেকেই বলেন, পুজোর সময় প্রদীপ নিভে গেলে তা অশুভ। আসলে এমনটা হলে কী হয়? তার নেপথ্যে অনেকের আলাদা আলাদা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে।

অনেকেই বলেন, পুজোর সময় প্রদীপ নিভে গেলে তা অশুভ। আসলে এমনটা হলে কী হয়? তার নেপথ্যে অনেকের আলাদা আলাদা আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে।

অনেকে মনে করেন, পুজোর সময় হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়া নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ হতে পারে।

 অনেকে মনে করেন, পুজোর সময় হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়া নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ হতে পারে।

হিন্দু ধর্মে এও বিশ্বাস করা হয় যে, যদি পুজোর সময় প্রদীপ নিভে যায়, তা হলে পূর্বপুরুষদের কাছ থেকে একটি বার্তা পাওয়ার ইঙ্গিত হতে পারে। 

 অনেক সময় প্রদীপে তেল বা ঘি কমে গেলে ঠিকমতো জ্বলে না। নিভে যায়। তা হলেও অনেকে এটিকে অশুভ বলে মনে করেন। 

 আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, একে আবার ঈশ্বরের থেকে পাওয়া বিশেষ বার্তাও বলা হয়। যা জানান দেয়, পুজোতে কোনও ভুল হচ্ছে। বা কিছু বিষয়ে লক্ষ্য রাখা দরকার। 

জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক না হলে, বিশেষ করে শনি, রাহু বা কেতুর প্রভাব থাকলে পুজোর সময় প্রদীপ নিভে গেলে জীবনে কিছু অশুভ ঘটার সম্ভবনা থাকে।  

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।