7th February, 2025
গঙ্গাস্নান করলে সব পাপ থেকে মুক্তি নয়, শাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Meta AI
হিন্দু ধর্ম অনুযায়ী সব চেয়ে পবিত্র নদী গঙ্গা। মনে করা হয় দেবাদিদেব মহাদেবের জটা থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি গঙ্গাস্নান করেন তিনি নানা পাপ থেকে মুক্তি পান। জানেন সেই পাপ গুলি কী কী?
গঙ্গায় স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যে ব্যক্তি গঙ্গা স্নান করেন, তিনি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে উপকৃতও হন বলা হয়ে থাকে।
শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী যে কোনও মানুষের পক্ষে করা সম্ভব এমন পাপগুলিকে মোট ১০টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
মানুষ নিজের জীবনে অজ্ঞাতসারে বা বুঝে শুনে নানা রকমের পুণ্য যেমন করেন তেমনই নানা পাপও করে থাকেন। পরে তার হিসেব দিতে হয়।
শাস্ত্র অনুযায়ী, গঙ্গা নদীতে স্নান করলে মানুষ ভুল ও অজ্ঞতার কারণে যে সকল পাপ করেছেন তা থেকে মুক্তি পান।
এই ধরনের পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। যে ব্যক্তি জেনেশুনে ভুল করেছেন, তাঁকে মাশুলও দিতে হয়। তাতে তিনি যত পুণ্যই করুন না কেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন