4th July, 2025

চুলের জেল্লা বাড়াতে করাচ্ছেন হেয়ার স্পা, তারপর এই ভুল করলেই মহাবিপদ!

TV9 Bangla 

Credit - Getty Images

চুলের পরিচর্যায় বিভিন্ন রকমের পণ্য অনেকে ব্যবহার করেন। হেয়ার স্পা করিয়ে অনেকে চুলের জেল্লা ফেরাতে চান।

আসলে স্পা করালে চুলের ক্ষতি হওয়া আটকায়। তবে স্পা করার পর কয়েকটি ভুল করলেই মহাবিপদ। তখন চুল ভালো হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্থ হয়।

হেয়ার স্পা করানোর পর কয়েকটি ভুল কোনওভাবেই করবেন না, চলুন সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই যেটি মাথায় রাখতে হবে, তা হল হেয়ার স্পা করার পরই চুল ধোওয়া উচিত নয়।

আসলে হেয়ার স্পা করার ফলে চুলে যে ম্যাসাজ করা হয় এবং চুল ওই সময় যে পুষ্টি পায়, তা টিকিয়ে রাখতে গেলে জল দিয়ে ধোওয়া ঠিক নয়।

হেয়ার স্পা করার পর গরম জল দিয়ে চুল ধোওয়া ঠিক নয়। তাতে চুলের ক্ষতি হয়। চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। তাই হেয়ার স্পা করার পর অন্তত ৬-৮ ঘণ্টা চুল ধোওয়া চলবে না।

হেয়ার স্পা করানোর পর চুল খুব শক্ত করে বাঁধা চলবে না। আসলে শক্ত করে চুল বেঁধে রাখলে চুলের গোড়ায় চাপ তৈরি করে। তাতে চুল ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে।

হেয়ার স্পায়ের পর অতিরিক্ত হেয়ার ড্রায়ারের ব্যবহার এড়িয়ে চলতে হবে। বেশি হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল দুর্বল হওয়ার সম্ভবনা বাড়ে।

চুলে স্পা করানোর পর তাড়াতাড়ি অন্য কোনও পণ্য ব্যবহার করবেন না। কারণ স্পায়ের পর অন্য পণ্য চুলে ব্যবহার করলে চুল ভারী হয়ে যেতে পারে। চুলের স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে।