17th June, 2025
অম্বুবাচীর সময় ভুলেও করবেন না যে কাজগুলি, আগেভাগে জেনে নিন
TV9 Bangla
Credit - Pinterest , PTI, Getty Images
২২ জুন অম্বুবাচী শুরু। ২৫ জুন শেষ। জ্যোতিষশাস্ত্র মতে, অম্বুবাচীর সময় তিন দিন বিশেষ কিছু নিয়ম পালন করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়।
পাশাপাশি অম্বুবাচীর সময় বেশ কয়েকটি কাজ একেবারেই করতে নেই। অনেকেই এই বিষয়ে জানেন না। একঝলকে জেনে নিন সেই কাজগুলি কী কী।
কথিত আছে যে, অম্বুবাচীর সময় বাড়িতে থাকা সকল দেবীমূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। কারণ, কামাখ্যা মন্দিরেও দেবীর শিলা কাপড়ে ঢেকে দেওয়া হয়।
বলা হয়, অম্বুবাচীর সময় মন্ত্র উচ্চারণ করে, ফুল ও নৈবদ্য দিয়ে দেবীমূর্তির পুজো করা চলবে না। এই শুধুমাত্র ধূপ-দীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে।
অম্বুবাচীর তিন দিন বাড়িতে কোনও শুভ কাজ করা উচিত নয়। এ ছাড়া বৃক্ষরোপন ও কৃষিকাজের কাজ করা থেকে এই সময় বিরত থাকা ভালো।
অম্বুবাচী নিবৃত্তির দিন, অর্থাৎ শেষ দিনে সিংহাসনের সাজ বদলানো দরকার। সিংহাসনে পাতা পুরনো কাপড় তুলে ফেলতে হবে।
বলা হয়ে থাকে, অম্বুবাচীর তিন দিন যদি খুব জরুরি দরকার না পড়ে, তা হলে বাড়ি থেকে দূরে কোথাও ঘুরতে যেতে নেই।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা পৌরাণিক কাহিনি ও হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন