3rd July, 2025

অটোর সামনে বসলে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত?

TV9 Bangla 

Credit - Getty Images, Pinterest

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকে নানা যানবাহন ব্যবহার করে থাকেন। কেউ বাসে চড়েন, তো কেউ ট্রেন, ট্রামে।

কেউ কেউ নিজের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য মাঝে মাঝে বাইক, সাইকেল কিংবা অটোতেও চড়ে থাকেন। অটোতে হিসেব মতো ৪জন যাওয়ার।

ড্রাইভারের এক পাশে একজন ও পিছনের সিটে তিন জন অটোতে বসার কথা। কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে অটোতে অনেক সময় সামনে ড্রাইভার ছাড়া যাত্রী বসেন ২ জন।

এমন সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আপনি কি অটোর সামনে বসেন? যদি বসেন, সেক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

অটোর সামনের সিটে বসলে অতি অবশ্যই আশে পাশে যে জায়গা ধরে বসার উপযুক্ত, সেখানে হাত দিয়ে ভালো করে ধরে রাখতে হবে।

অটোর সামনের আসনে বসলে সতর্ক থাকতে হবে। রাস্তা খারাপ থাকলে সেই জায়গা দিয়ে পেরনোর সময় একটু বেশি সতর্ক থাকতে হবে।

যদি কেউ অটোর সামনের আসনে বসেন, তা হলে সেই ব্যক্তির ওই সময় রাস্তায় মনোযোগ দিতে হয়। কোনওভাবেই অন্যমনস্ক হওয়া চলবে না।

অটোর সামনের সিটে বসে কোথাও গেলে সেই সময় ভুল করেও এক হাতে মোবাইল ধরে কথা বলতে যাবেন না। একবার হাত স্লিপ করলে বা পা স্লিপ করলে বড় বিপদে পড়তে পারেন।