17th June, 2025
অম্বুবাচীর সময় মধ্যরাতে করুন একটি কাজ, পূর্ণ হবে মনস্কামনা
TV9 Bangla
Credit - Pinterest , PTI, Getty Images
এ বছর অম্বুবাচী শুরু হবে ২২ জুন। যা চলবে ২৫ জুন অবধি। এই সময় গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ভীষণ ভিড় হয়। অনেকে অম্বুবাচী পালন করেন।
অম্বুবাচীর তিনটে দিন ভক্তিভরে কিছু কাজ করলে ভালো ফল মেলে। এমন সময় মধ্যরাতে একটি কাজ করলেই পূর্ণ হয় মনস্কামনা। জানেন সেটি কী?
কথিত আছে যে, অম্বুবাচীর সময় মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য যদি কেউ মনে মনে প্রার্থনা করেন দেবী কামাখ্যার, তা হলে সেই ব্যক্তির মনস্কামনা পূরণ হয়।
যে কদিন অম্বুবাচী চলে, সেই সময় গরিব মানুষকে নিজের সাধ্যমতো যে কোনও ফল দান করতে পারেন। তা হলে খুব উপকার পাওয়া যায়।
অম্বুবাচী তিথি শুরু হওয়ার ঠিক আগে তুলসী গাছের গোড়ায় নতুন অল্প মাটি দিয়ে গাছটিকে খানিক উঁচু করে দিতে হবে। এতে শুভ ফল মেলে।
অম্বুবাচী চলাকালীন তিন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। তারপর শুদ্ধ বস্ত্র পরে নিজের ইষ্টমন্ত্র জপ করতে হবে।
অম্বুবাচী চলাকালীন তিনদিনের কোনও এক দিন স্বামী ও স্ত্রী একসঙ্গে উপোস করতে পারলে ভালো হয়। তাতে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। দু'জনের মধ্যে ভালোবাসা বাড়বে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা পৌরাণিক কাহিনি ও হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন