4th April, 2025

বাড়িতে বাচ্চা থাকলে AC-র তাপমাত্রা কত রাখা উচিত? বিশেষজ্ঞ বলছেন...

TV9 Bangla

Credit - Getty Image

গরম পড়তে না পড়তেই একাধিক বাড়িতে এসি চালানো শুরু হয়ে গিয়েছে। বাড়িতে বয়স্ক থেকে শুরু করে শিশুদেরও গরমে নাজেহাল অবস্থা হয়।

যদি কোনও বাড়িতে শিশু বা বাচ্চা থাকে, তা হলে সেখানে এসি চালানোর ক্ষেত্রে বেশ কিছু দিকে নজর রাখতে হবে। জেনে নিন এ নিয়ে কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ।

এইমসের শিশুরোগ বিভাগের চিকিৎসক রাকেশ কুমার জানিয়েছেন, যদি বাড়িতে কোনও বাচ্চা বা শিশু থাকে, তা হলে এসি ২৫ ডিগ্রির কম রাখা ঠিক নয়।

ডক্টর রাকেশ কুমার জানিয়েছেন, শিশুর ঘরে এসি চালালে তাকে খালি শুতে দেবেন না। বিশেষ করে শিশুর মাথা ও পা এসিতে ঢেকে রাখতে হবে।

 বাড়ির শিশু বা বাচ্চার গায়ে সরাসরি এসির বাতাস যেন না লাগে, সেটি নজর রাখতে হবে। কোনও শিশু বা বাচ্চার অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ত্বকের অ্যালার্জি থাকলে এসিতে ঘুমানো উচিত নয়।

শিশু বা বাচ্চাকে এসি রুমে রাখলে তাদের ঘুমোনোর আগে সারা গায়ে ময়েশ্চরাইজার লাগাতে হবে। না হলে তাদের ত্বক শুষ্ক হয়ে যাবে।

এসি রুম থেকে বাচ্চা বা শিশুকে বাইরে নিয়ে আসার আগে তার শরীরের তাপমাত্রা যেন স্বাভাবিক হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে।  

বাড়ির খুদেকে এসি রুমে রেখে যদি দেখেন, তার শরীর খারাপ হচ্ছে, বেশি সর্দি, জ্বর হচ্ছে, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।