পিরিয়ড চলাকালীন তুলসী গাছে হাত দিয়েছেন? অমঙ্গল ডাকলেন না তো!
TV9 Bangla
Credit - Getty Images, X
সব সময় হিন্দুধর্মে তুলসী গাছকে ভীষণ পবিত্র বলে ধরা হয়। তুলসী গাছের সঙ্গে আধ্যাত্মিক যোগ অত্যন্ত দৃঢ়। বাস্তুশাস্ত্র বলছে, তুলসী গাছ নেতিবাচক শক্তিকে আটকে দেয়। আর ইতিবাচক শক্তি আনে।
যে বাড়িতে তুলসী গাছের সামনে রোজ প্রদীপ জ্বালানো হয়, সেখানে সুখ-সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বজায় থাকে। একইসঙ্গে যিনি এই ধরনের আচারগুলো মেনে চলেন, তাঁর অর্থাভাব হয় না।
কথিত আছে, দেবী লক্ষ্মী তুলসী গাছে থাকেন। তাই এই গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, তুলসী গাছে নিয়মিত জল দেওয়া শুভ।
হিন্দুধর্মে তুলসী গাছ স্পর্শ করা বা এর পাতা তোলার নানা নিয়ম রয়েছে। বিশ্বাস করা হয় যে, সেই নিয়ম উপেক্ষা করেন যিনি, সেই ব্যক্তি আর্থিক সমস্যা হতে পারে।
যে কোনও বাড়ির মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে তুলসী গাছে রোজ জল দেন। তবে মহিলাদের ক্ষেত্রে বলা হয় যে, পিরিয়ডের সময় তুলসী গাছ স্পর্শ করা ঠিক নয়।
এ বার প্রশ্ন হল পিরিয়ডের সময় কোনও মহিলা যদি ভুল করে তুলসী গাছে হাত দিয়ে ফেলেন, তা হলে কী করা উচিত? অনেকে বলেন যে, ঋতুস্রাবের সময় তুলসী গাছ স্পর্শ করা বা পুজো করায় কোনও ভুল নেই।
পাশাপাশি এও মানা হয় যে, পিরিয়ডের সময় কোনও মহিলা তুলসী গাছ যদি ছুঁয়ে ফেলেন, তাহলে তাঁর জীবনে বহু সমস্যা হতে পারে। তা হলে কোনও মহিলা এমনটা করে ফেললে তাঁকে কী করতে হবে?
অনেকে বলেন, যদি এ কাজ কোনও মহিলা করেন, তা হলে তাঁকে হাত-পা ভালো করে ধুয়ে মা তুলসীর সামনে বসে ক্ষমা চাইতে হবে। যদিও এই পুরোটাই নির্ভর করছে সেই ব্যক্তির বিশ্বাসের উপর।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।