13th January, 2025

মকর সংক্রান্তিতে কোন রাশির জাতক কী দান করলে পুণ্যলাভ হয়?

Credit - Getty Images, PTI, Canva

TV9 Bangla

দেশের বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তি ধুম ধাম করে পালিত হয়। ১৪ জানুয়ারি এ বার মকর সংক্রান্তি। হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি উৎসব মকর সংক্রান্তি।

হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিরাট মাহাত্ম রয়েছে। কারণ এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই দিনে স্নান ও দানের বেশ গুরুত্ব রয়েছে।

ধর্মীয় ধারনা অনুযায়ী মকর সংক্রান্তির দিন নানা জিনিস দান করলে পূণ্যলাভ হয়। কোন রাশির জাতক জাতিকাদের এ দিন কী কী দান করা উচিত জেনে নিন।

মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির দিন কম্বল, গুড়, মিষ্টি, ঘি, তামার পাত্র ও ছোলা দান করা উচিত।

বৃষ ও তুলা রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির দিন শ্বেতবস্ত্র, চাদর, বাসনপত্র, পঞ্জিকা, বই, কফি, মুলো, চিনি, দই, ঘি, মিষ্টি, সাদা গরু দান করা উচিত।

 মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির দিন সবুজ রংয়ের কম্বল, শাল, মুগ ডাল, মুগ ডালের জিনিস, সবুজ শাকসবজি দান করা উচিত।

ধনু, মীন ও তুলা রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তিতে হলুদ কম্বল, হলুদ কাপড়, ছোলার ডাল, চাল, মিষ্টি, পঞ্জিকা, ধর্মগ্রন্থ, পবিত্র সুতো, চন্দন, সোনা, জামাকাপড়, ছোলার লাড্ডু দান করা উচিত।

কর্কট ও সিংহ রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির দিন সাদা কাপড়, কম্বল, বাসনপত্র, খাবার, মিষ্টি, শাকসবজি, ফলমূল, গরু, লবন, ঘি, দই, মুলো, ভাত, খিচুড়ি দান করা উচিত।

মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তিতে খিচুড়ি, পাপড়, শিকড়, খেজুর, তিল, কালো কম্বল, বাসনপত্র, জুতো দান করা উচিত।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।