11th April, 2025

বজরংবলীর আশীর্বাদ পেতে হনুমান জয়ন্তীতে অবশ্যই দান করুন এই জিনিস

TV9 Bangla

Credit - Canva

প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এ বছর ১২ জানুয়ারি পালিত হবে হনুমান জয়ন্তী।  এই দিনে বেশ কিছু জিনিস দান করা ভালো।

অন্যান্য বছরের থেকে এ বছরের হনুমান জয়ন্তীর মাহাত্ম আলাদা। কারণ, এ বার এই দিন তৈরি হয়েছে এক দুর্লভ যোগ। যার ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলবে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হনুমান জয়ন্তীর দিন বেশ কিছু জিনিস দান করা ভালো। এ কাজ যাঁরা করেন, তাঁদের জীবনে অনেক কিছু শুভ হয়।

আর্থিক উন্নতির জন্য হনুমান জয়ন্তীর দিন কোনও কাজের জন্য বা অভাবীদের অর্থ দান করতে পারেন। যিনি এ কাজ করেন, তাঁর বাড়িতে অর্থকষ্ট হয় না।

কোনও ব্যক্তিকে হনুমান জয়ন্তীর দিন যদি খাদ্যশস্য দান করেন, তা হলে শুভ ফল পেতে পারেন। এই দান করলে পরিবারে সুখ, সমৃদ্ধি বজায় থাকে। উন্নতির রাস্তা সুগম হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হনুমান জয়ন্তীর দিন কোনও ব্যক্তিকে যদি গুড়, বাদাম দান করা হয়, তা হলে সেই ব্যক্তির অর্থকষ্ট মিটে যায়।

লাড্ডুকে বজরংবলির প্রিয় বলা হয়। তাই হনুমান জয়ন্তীর দিন যদি কেউ কোনও ব্যক্তিকে লাড্ডু দান করেন, তা হলে সেই ব্যক্তিকে আশীর্বাদ দেন হনুমান।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।