2nd February , 2025
সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এইসব কাজ, নইলে রেগে লাল হবেন দেবী!
Credit - Meta AI, Getty Image
TV9 Bangla
হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পুজো। এই দিন জ্ঞান, বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আধারনা করেন সকলে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিন বসন্ত ঋতু শুরু হয়। হিন্দু শাস্ত্র মতে বসন্ত পঞ্চমীর দিন বেশ কিছু কাজ করা উচিত নয়।
সরস্বতী পুজোর দিন বেশি গাঢ় রংয়ের পোশাক পরা উচিত নয়। বিশেষ করে কালো রংয়ের পোশাক পরা ঠিক নয়। বসন্ত পঞ্চমীর দিন কালো রংয়ের পোশাক পরা উচিত নয়।
বসন্ত পঞ্চমীর দিন আমিষ খাবার খাওয়া ঠিক নয়। শাস্ত্র মতে এই দিন রসুন ও পেঁয়াজও খাওয়া উচিত নয়। নিরামিষ খাবার খাওয়া ভালো।
বসন্ত পঞ্চমীতে বসন্ত ঋতুর শুভারম্ভ হয় বলে মনে করা হয়। এই দিন তাই গাছপালা কাটা ঠিক নয়। এই কাজকে অশুভ বলা হয়।
রাগ ও অহংকার কোনও ব্যক্তির বড় শত্রু। শাস্ত্র অনুযায়ী বলা হয়, বসন্ত পঞ্চমীর দিন তাই কারও রাগ ও অহংকার করা উচিত নয়।
সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল কাটতে নেই। শাস্ত্র অনুযায়ী বসন্ত পঞ্চমীর দিন নখ কাটা অশুভ বলে মনে করা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন