মুখে হঠাৎ মশা ঢুকেছে! জানেন শরীরে কী কী ঘটবে?

Credit - Pinterest 

TV9 Bangla

23 July, 2025

মশার কামড় খেলে অনেক সময় কারও কারও ডেঙ্গি, ম্যালেরিয়া হয়। আবার মাঝে মাঝে ত্বকে চুলকালি, লালচে ভাব হয়।

এ তো গেল মশার কোনও মানুষকে কামড়ানোর প্রসঙ্গ। ধরুন আপনি যদি মশাকেই খেয়ে ফেলেন, তাহলে?

অনেক সময় অনেকের মুখে অসাবধানতায় মশা ঢুকে যায়। ওই সময় কী করা উচিত? অনেকেই তা জানেন না। চলুন জেনে নেওয়া যাক।

যখন কারও মুখে আচমকা মশা ঢুকে যায়, সেই সময় আতঙ্কিত না হয়ে প্রথমে শান্ত হয়ে চেষ্টা করতে হবে মশাটি বের করে ফেলার।

কারও যদি মুখে হঠাৎ করে মশা ঢুকে যায়, তাহলে অল্প কাশার চেষ্টা করতে হবে। অনেক সময় এটা করলে মশা বেরিয়ে যায়।

আচমকা কারও মশা মুখে ঢুকে গেলে ভয় না পেয়ে অল্প অল্প করে বেশ কয়েকবার জল খেতে পারেন। এমনটা করলে মশা গলায় আটকে থাকবে না। মুখের পুরো ভেতরে চলে যাবে।

কোনওভাবেই এমন অবস্থায় মুখে হাত ঢুকিয়ে মশা বের করার চেষ্টা করবেন না। তা হলে শ্বাসনালীতে সমস্যা হতে পারে। শারীরিক অবস্থায় অবনতি হতে পারে।

মশা মুখে ঢুকে গেলে তা পরবর্তীতে অন্য খাবারের সঙ্গে হজম হয়ে যায়। কিন্তু তা থেকে যদি সংক্রমণ এড়াতে চান, তাহলে ঠিক করে জল পান করতে হবে। ও মুখ জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে।