জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?
TV9 Bangla
Credit - Canva, Pinterest
বৃন্দাবনের গুরু প্রেমানন্দ মহারাজজির বাণী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁর আশ্রমে যে কারণ ভিড় জমান বহু মানুষ। তিনি মানুষকে সৎকর্ম ও ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে উদ্বুদ্ধ করেন।
প্রেমানন্দ মহারাজ তাঁর সৎসঙ্গে আসা অনেকের সমস্যার কথা শোনেন এবং সমাধান মিলবে কীভাবে, তা বলার চেষ্টা করেন।
আজকাল প্রচুর অল্প বয়সী ছেলে-মেয়েরা প্রেম করে। তাদের ভালোবাসা দিন দিন গভীর হয়। সারা জীবন একসঙ্গে তারা কাটাতে চায়। কিন্তু চাইলেই তো সব সময় তা পাওয়া যায় না।
প্রেমানন্দ মহারাজের কাছে সম্প্রতি এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, 'তিনি একটি মেয়েকে ভালোবাসেন। কিন্তু সেই মেয়েটি অন্য একজনকে বিয়ে করছেন। এখন তাঁর কী করা উচিত?'
গুরু প্রেমানন্দ বলেন, 'আপনি যাঁকে ভালোবাসেন, তিনি অন্য কাউকে বিয়ে করেন যদি আপনি খুশি হন। যাঁকে ভালোবাসেন, তাঁকে আশীর্বাদ করুন।'
সেই ব্যক্তি এরপর জানান, তাঁর প্রেমিকাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এসময় প্রেমানন্দ জানান, তাঁর থেকে ভালো কাউকে সে পেয়েছে, এমন ভেবেছে বলে মুখ ফিরিয়েছে। তা প্রেম নয়।
প্রেম তেমন কোনও বন্ধন মানে না। যদি একটি সম্পর্কে থাকাকালীন কারও মন অন্য দিকে চলে যায়, তা হলে তাঁকে ছেড়ে দেওয়া ভালো। এমনটাই বলছেন প্রেমানন্দ মহারাজ।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।