জ্যোতিষশাস্ত্র বলছে, মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গেলে সেই বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। তাই যখনই লক্ষ্য করবেন মানি প্ল্যান্টের পাতা হলুদ হচ্ছে, সাবধান হন।
অতিরিক্ত জল দেওয়ার কারণেও মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যেতে পারে। আবার অনেক সময় পর্যাপ্ত পরিমাণ আলো না পাওয়ার ফলে মানি প্ল্যান্টের পাতা হলুদ হতে শুরু করে।
অনেক সময় আবার যদি মানি প্ল্যান্ট যে পাত্রে রেখেছেন, তাতে ঠিকমতো নিকাশি ব্যবস্থা না থাকলেও পাতা হলুদ হয়ে যেতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র সংক্রান্ত প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।