6 July 2024
চা কফি খেতে গিয়ে জিভ পুড়েছে? রইল টিপস
TV9 Bangla
7 July 2024
TV9 Bangla
চা কিংবা কফিতে চুমুক দিতে গিয়ে অসাবধানে জিভ পুড়ে যাওয়ার ঘটনা খুব স্বাভাবিক।
জিভ পুড়ে গেলে কোনও খাবারের স্বাদ পাওয়া যায় না। সারাদিন অদ্ভুদ অস্বস্তির মধ্য়ে পড়তে হয়।
কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেলে ঘরোয়া উপায়েই তা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হালকা গরম নুন জলে কুলকুচি করুন। এক গ্লাস হালকা গরম জলে একটি চিমটে নুন দিন। ভালো করে কুলকুচি করে মুখের জলটা ফেলে দিন
নুন অ্যান্টি-সেপটিক হিসেবে কাজ করে। বেশি পুড়ে গেলে ব্যথা হয়, ফুলে যায় অনেক সময়। নুন জল ক্ষত সারাতে সাহায্য করে
বিভিন্ন ধরনের পোড়া ও ক্ষত সারাতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেল ক্ষতিগ্রস্ত কোষগুলিকে ঠিক করে এবং ব্যথা কমায়
সামান্য ব্যথা উপশমে কাজ দেয় চিনি। তাই জিভের যে জায়গাটা পুড়ে গেছে সেখানে চিনি দিয়ে রাখুন।
হলুদে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা ক্ষত সারাতে সাহায্য করে। জিভ বেশি পুড়ে গেলে হলুদ দেওয়া দুধ খান, জ্বালা কমাতে সাহায্য করে হলুদ
Learn more