17 JUN 2025

ডিওডোরেন্ট  ব্যবহার করলে কালো ছোপ পড়ে বগলে, দাগ হয় কাপড়ে? কী করবেন

credit:Getty Images

TV9 Bangla

শরীরের ঘাম ও দুর্গন্ধ একেক সময় নিজের অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। এমনকি আপনার মেজাজ ও ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে। যা থেকে মুক্তি পেতে প্রায় সকলেই ডিওডোরেন্ট  ব্যবহার করেন।

ঘামের দুর্গন্ধ দূর করলেও ডিওডোরেন্ট  নিয়েও প্রচলিত আছে নানা ধরনের ভুল ধারণা। যা অনেকের কাছেই ডিওডোরেন্ট ব্যবহারের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও বিশেষজ্ঞরা সেই সব ধারণাকে নস্যাৎ করে দিয়েছেন। রইল তেমন কিছু ভুল ধারণার হদিস।

ডিওডোরেন্ট ব্যবহার ফলে ঘামযুক্ত অংশ কালো হয়ে যায় - অনেকেই বিশ্বাস করেন ডিওডোরেন্ট ব্যবহারের কারণে বগলে কালো দাগ হয়। কিন্তু বাস্তবে কালো হওয়ার পেছনে রয়েছে ঘন ঘন শেভিং, ঘষা ও অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স নামক চর্মরোগ।

কিছু ক্ষেত্রে এই দাগ বংশগতও হতে পারে। গায়ের ঘন রঙও কালো দাগের সম্ভাবনা বাড়ায়। তাই অ্যালকোহল ও প্যারাবেন মুক্ত এবং ময়েশ্চারাইজিং উপাদানে সমৃদ্ধ ডিওডোরেন্ট ব্যবহার করাই ভাল।

ডিওডোরেন্ট কাপড়েও দাগ ফেলে - সাদা জামায় হলুদ দাগ বা গাঢ় জামায় ঘেমে যাওয়ার দাগ অনেক ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এর পিছনে সম্পূর্ণরূপে ডিওডোরেন্ট দায়ী এই ধারণা ঠিক নয়।

ঘাম ও ডিওডোরেন্ট উপাদান (বিশেষ করে ঘামে থাকা লবণ) মিশে দাগ সৃষ্টি করে। এর সমাধানে চাইলে অল্প পরিমাণে ডিওডোরেন্ট ব্যবহার করুন। তা শুকিয়ে গেলে তারপর জামা পরুন। এতে কোনও অসুবিধা হবে না।

শেভ করার পরে ডিওডোরেন্ট স্প্রে করলে জ্বলুনি হতে পারে — কারণ শেভ করার সময় চামড়ার উপরের অংশও ঘষা হয়, যা তাকে আরও স্পর্শকাতর করে তোলে। শেভিং জেল বা ক্রিম ব্যবহার করুন ও তারপর অ্যালকোহলমুক্ত ডিওডোরেন্ট লাগান।

ডিওডোরেন্ট ব্যবহারে ঘামযুক্ত অংশ আঠালো হয়ে যায় - মহিলারা অনেকেই বলেন রোল-অন ব্যবহারের পর তাদের বগলে আঠালোভাব থাকে। এর কারণ অতিরিক্ত পরিমাণে ব্যবহার। মাত্র ২–৩বার ঘুরিয়ে দেওয়াই যথেষ্ট, তারপর তা শুকোতে দিন। এতে আর আঠালোভাব অনুভব হবে না।