বাইক বা গাড়ির সাইলেন্সারে হঠাৎ জল ঢুকে গেলে কী করবেন? স্টার্ট হবে কীভাবে?
credit:TV9
TV9 Bangla
বাইকে বা গাড়ির সাইলেন্সারে হঠাৎ জল ঢুকে গেলে অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে বা স্টার্ট নাও হতে পারে। বিশেষ এই বর্ষাকালে রাস্তাঘাটের যা অবস্থা তাতে এমনটা হলেও অবাক হওয়ার কিছু নেই।
এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে গেলে চলবে না। বরং কীভাবে গাড়িটিকে চালু করা যায়, সেই দিকে মাথা দিতে হবে। এমন অবস্থায় পড়লে কী করবেন? রইল সেই টিপস।
প্রথমে ইঞ্জিন বন্ধ করুন। জল ঢোকার পর প্রথমেই গাড়ি বা বাইকটি বন্ধ করে দিন, স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না। বারবার স্টার্ট দিলে ইঞ্জিনের বড় ক্ষতি হতে পারে (হাইড্রোলক হতে পারে)।
গাড়ি বা বাইক শুকনো জায়গায় নিয়ে যান। যদি সম্ভব হয়, ঠেলেঠুলে গাড়ি বা বাইকটিকে জলমুক্ত জায়গায় নিয়ে যান। এবার সাইলেন্সার থেকে জল বের করার চেষ্টা করুন।
বাইক হলে সেটিকে সাইডে কাত করে রাখুন যাতে সাইলেন্সার পাইপ থেকে জল বের হয়ে আসে। স্পার্ক প্লাগ খুলে দেখে নিন।
প্লাগ খুলে দেখুন জল ঢুকেছে কি না। জল থাকলে শুকিয়ে নিয়ে আবার লাগান।
এয়ার ফিল্টার ভিজে গেলে বাইক স্টার্ট হবে না। শুকিয়ে নিন বা বদলে দিন। কিক দিয়ে সাইলেন্সার থেকে বাড়তি জল বের করুন।
স্পার্ক প্লাগ না লাগিয়েই কিক দিন, এতে ইঞ্জিনের ভিতরে থাকা জল বাইরে চলে আসবে। সব কিছু ঠিক থাকলে পুনরায় স্টার্ট দিন।
গাড়ির ক্ষেত্রে জল ঢুকলে স্টার্ট দিলে ইঞ্জিনে হাইড্রোলক হতে পারে — এতে ইঞ্জিন চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইলেন্সারে হাত দিয়ে বা টর্চ দিয়ে দেখুন জল আছে কি না। যদি থাকে, ধীরে ধীরে মাথা নিচু জায়গায় এনে জল বের করার চেষ্টা করুন।
ব্রেক, ক্লাচ, এক্সেলারে জল ঢুকেছে কি না পরীক্ষা করুন। নিজে যদি বিশেষজ্ঞ না হন, ইঞ্জিন খুলে জল বের করা বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে মেকানিকের সাহায্য নিন। কখনই জোর করে স্টার্ট দেবেন না। একবার জল ঢুকলে ভেতরের অংশ (সিলিন্ডার, বিয়ারিং, সাইলেন্সার, ফিল্টার) ভালভাবে চেক করানো জরুরি।