সাদা জামায় রেড ওয়াইনের দাগ পড়ে যাওয়া অনেকের কাছেই একটা আতঙ্ক। কারণ জেদি দাগ। যা সহজে ওঠে না। যদিও কিছু ঘরোয়া জানা থাকলে তবে কিছু ঘরোয়া কৌশল জানা থাকলে এই দাগ তুলতে আর কষ্ট হবে না। রইল সেই টিপস।
দ্রুত ঠান্ডা জল দিয়ে ধোয়া - ওয়াইন পড়ার সঙ্গে সঙ্গেই জামাটি উল্টে দিয়ে কলের তলায় ঠান্ডা জলে ধুতে থাকুন। এতে দাগ বসে যাওয়ার আগেই অনেকটা উঠে যায়।
লবণ ছিটিয়ে দিন - ভেজা অবস্থায় দাগের উপর প্রচুর পরিমাণে লবণ ছড়িয়ে দিন। লবণ তরল টেনে নেয় এবং দাগ শুষে নেয়। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা ও জল মিশিয়ে পেস্ট বানান - ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি দাগের উপর লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে দাগ হালকা হয়।
ভিনিগার ও ডিটারজেন্টের মিশ্রণ - ১ চা চামচ সাদা ভিনেগার ও ১ চা চামচ লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে দাগের উপর লাগান। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
হাইড্রোজেন পারঅক্সাইড ও বেকিং সোডা - সমান পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড ও বেকিং সোডা মিশিয়ে দাগে লাগান। এটি শক্তিশালী দাগ তুলতে কার্যকর, তবে আগে জামার এক কোণে টেস্ট করে নিন।
লেবুর রস ও লবণ - লেবুর রস ও লবণের সংমিশ্রণ দাগে লাগিয়ে কিছুক্ষণ রেখে সূর্যের আলোতে শুকিয়ে নিন, তারপর ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে।
দুধে ভিজিয়ে রাখা - দাগের অংশটি ঠান্ডা দুধে ডুবিয়ে ১ ঘণ্টা রাখুন, তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এটি পুরনো দাগ তুলতেও সাহায্য করে।