23 July 2024
হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়েছে মুঠো ফোন? জেনে নিন কী করবেন
credit: google
TV9 Bangla
বর্ষা মানেই এই বৃষ্টি, এই রোদ। যখন তখন শুরু হতে পারে বৃষ্টি। কখনও কখনও তো সেই বৃষ্টির তেজ এমন যে ছাতাও কাজে দেয় না।
একেবারে ভিজে, নেয়ে একশা কাণ্ড। কিন্তু মুশকিল যে অন্য জায়গায়। তখন যদি পকেটে থাকে সাধের মুঠো ফোনটি, তা হলে!
তার মানে তো আপনার সঙ্গে সেটিও ভিজে গেল। দুম করে যদি খারাপ হয়ে যায় আপনার মুঠো ফোন, তখন খুব সমস্যা।
তবে সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা নেন তা হলে কিন্তু এড়িয়ে যেতে পারেন বড় রকমের ক্ষতি। কী করবেন? রইল টিপস।
জলে যদি ফোন ভিজে যায় তা হলে সঙ্গে সঙ্গে ফোনটি সুইচ অফ করে দিন। তাতে ফোন খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি খানিকটা কমবে।
ফোন সুইচ অফ করে সিমকার্ড বার করে নিন। ব্যাটারি খোলার সুবিধা থাকলে সেটিও খুলে রাখুন। যদিও এখন বেশিরভাগ ফোনেই সেই সুবিধা থাকে না।
ভেজা ফোন ভুলেও চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই চার্জ দিন। চার্জ একেবারে শেষ হয়ে গেলেও চার্জে বসাবেন না। বড় ক্ষতি হতে পারে।
ফোন শুকনো করার অব্যর্থ ওষুধ চালের ড্রামে কিছু ক্ষণ ফোন রেখে দেওয়া। অনেক সময়, চালের ড্রামে দীর্ঘক্ষণ ফোন রেখে দিলে শুকিয়ে গিয়ে তা আবার চালু হয়ে যায়।
আরও পড়ুন