বর্ষাকালে বাড়িতে স্যাঁতস্যাঁতে ভাব বা আর্দ্রতা অত্যন্ত সাধারণ সমস্যা। এর ফলে অনেক সময় একটা খারাপ গন্ধ চারিদিকে ছড়ায়, স্বাস্থ্যের ক্ষতিও হয়।
বর্ষায় যদি বাড়িঘর স্যাঁতস্যাঁতে হয়, তা হলে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব দূর করার জন্য নজর রাখুন যেন, ভালোভাবে ঘরে বাতাস চলাচল করে। জানালা ও দরজা খুলে রাখতে হবে। দিনে অন্তত একবার সব ঘরের দরজা, জানলা খুলতে হবে।
ঘরের কোণে একটি পাত্রে নুন বা সাদা চুন রাখলে তা আর্দ্রতা শুষে নিতে পারে। প্রতি সপ্তাহে এই মিশ্রণটি বদলে ফেলতে হবে।
যখনই দেখবেন রোদ উঠেছে, তখন বাড়ির কার্পেট, পর্দা ও বিছানার চাদর রোদে শুকোতে দিন। এগুলোর মধ্যে বর্ষায় গুমোট গন্ধ করে।
বর্ষায় কর্পূরের টুকরো বা ফিনাইল (অল্প পরিমাণ একটি বাটিতে রাখতে পারেন) ঘরের কোণায় রাখলে আর্দ্রতা ও দুর্গন্ধ দুটোই দূর হয়।
যদি বাড়িতে স্যাঁতস্যাঁতে ভাবের বেশি সমস্যা হয়, তা হলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। মার্কেটে ছোট ঘরের জন্য পোর্টেবল ডিভাইস পাওয়া যায়। যা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়।
দেয়ালের ছাঁচ ও দাগ পরিষ্কার করতে ভিনেগার ও জল মিশিয়ে স্প্রে করতে পারেন। প্রয়োজনে ব্লিচ ব্যবহার করতে পারেন। সুগন্ধি বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন।