মহাকুম্ভ শেষ, ত্রিবেণী সঙ্গমে এ বার স্নান করলে কী হবে জানেন?
TV9 Bangla
Credit - PTI
শেষ হয়েছে এ বারের মহাকুম্ভ। সেখানে ১৪৪ বছর পর বিরল যোগ ছিল। সেই ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে বসেছিল মহাকুম্ভের আসর।
দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থীরা প্রয়াগরাজে গত কয়েকদিন ধরে ভিড় জমিয়েছিলেন। কোটি কোটি মানুষ পুণ্যলাভের আসায় মহাকুম্ভে স্নান করেছেন।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ শেষ হল ২৬ জানুয়ারি। এ বার ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কী হবে জানেন?
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, ত্রিবেণী সঙ্গমে স্নান করলে শরীর পরিষ্কার হয়, আত্মা জীবনের চক্র থেকে মুক্তি পায়। এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
অনেকেই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেননি বলে মন খারাপ করতে পারেন। সেই তারা যদি এখন যান ত্রিবেণী সঙ্গমে স্নান করতে, তা হলে কী হবে?
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেননি বলে চিন্তার কিছু বিষয় নেই।
যদি কোনও ব্যক্তি এমনি সময় গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন, তা হলে তাঁর শরীর যেমন পরিষ্কার হয়। তেমনই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ফলে নিশ্চিন্তে সঙ্গমে স্নান করতে পারেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।