11 JUL 2025

যা খুশি কানে ঢুকিয়ে দিচ্ছেন না তো? বিপদ অবশ্যম্ভাবী

Credits:,Getty Image

TV9 Bangla

দেশলাই কিংবা পাখির পালক, কখনও বা সেফটি পিন। কান খোঁচানোর এই বিশেষ 'মাধ্যম'গুলি যে কত মানুষ ব্যবহার করে থাকেন তার হিসাব নেই।

সিগারেট খাচ্ছেন আর যে দেশলাই দিয়ে সিগারেট ধরালেন, তা দিয়ে আবার কান খোঁচাচ্ছেন। রাস্তাঘাটে  চোখ-কান খোলা রাখলে এই দৃশ্য খুব সাধারণ।

কিন্তু এটা অভ্যাস নাকি বদভ্যাস? কানেরই বা কতটা ক্ষতি হতে পারে? কী বলছেন চিকিৎসকরা?

তারা জানিয়েছেন এই অভ্যাস মোটেই ভাল নয়। যেখানে কানে ইয়ারবাজ গুঁজলেও তা পর্দায় আঘাত আনতে পারে, সেখানে দাঁড়িয়ে যা খুশি কানে ঢুকিয়ে খোঁচানো আরও বড় বিপদকে টেনে আনতে পারে। 

অনেকে আবার নিজে পরিষ্কার করেন না। রাস্তার ধারে বসা ছোটখাটো দোকানে ধাতব যন্ত্র দিয়ে কান পরিষ্কার করিয়ে আসেন। সেটাও যে একেবারে ভাল তাতে কিন্তু সিলমোহর দিতে পারছেন না চিকিৎসকরা।

তাদের দাবি, কানের ময়লা পরিষ্কারের জন্য এখনও পর্যন্ত কোনও যন্ত্রের আবিষ্কার করা যায়নি। তাই সেই সব রাস্তার ধারের দোকানে না ঢোকাই ভাল।

তা হলে কানের নোংরা বা ইয়ার ওয়্যাক্স পরিষ্কারের উপায়টাই বা কী? চিকিৎসকরা জানিয়েছেন, একটা কথা মাথায় রাখতেই হবে যে কানের নিজস্ব ময়লা কিন্তু কানের ক্ষতি করে না। বরং তাকে বাহ্য়িক ময়লা থেকে সুরক্ষিত রাখে।

প্রতিদিন সেখানে ইয়ারবাড ঢোকালে কানের ভিতরের চামড়া শুষ্ক হয়ে পড়ে। সেখানে আবার কেউ যদি কাঠি দিয়ে খোঁচান, তাহলে বিপদ অবশ্যম্ভাবী।

এই পরিস্থিতিতে উপায় একটাই। কানে নারকেল বা অলিভ ওয়েল ব্যবহার করা যেতে পারে। তাও রোজ নয়, সপ্তাহে একদিন বা কখনও দু'দিন।