হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ব্যবহার করেন তো? সাবধান! যে কোনও মূহুর্তে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
credit: Getty Images
TV9 Bangla
এখন সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু সাবধান, সতর্ক না হলে কিন্তু যে কোনও মূহুর্তে হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, হারাতে হতে পারে টাকা-পয়সা।
বর্তমানে নানা ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার জাল ছড়িয়েছে। সাইবার প্রতারকরা হোয়াটসঅ্যাপে নানা লিঙ্ক পাঠিয়ে, ভিডিয়ো কল করে ব্ল্যাকমেল করছে।
এই ফাঁদকেই বলে ডিজিটাল গ্রেফতারি। প্রতারকরা পুলিশ-প্রশাসনের নাম করে বিপুল অর্থের প্রতারণা করছে। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে সাবধান করেছেন।
সাইবার অপরাধীরা গুগল পরিষেবার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে চলছে প্রতারণা। এমনকি টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও প্রতারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর গত বছর, প্রথম তিন মাসে ৪৩ হাজার ৭০৭টি সাইবার জলিয়াতির অভিযোগ ধরা পড়েছিল। পরেড় দিকে সেই সংখ্যা আরও বেড়েছে।
কেবল টেলিগ্রাম ব্যবহার করেই প্রতারিত হয়েছেন ২২ হাজার ৬৮০ জন। ইনস্টাগ্রামকে ব্যবহার করে ১৯ হাজার ৮০০টি প্রতারণার ঘটনা ঘটে।
সাইবার বিশেষজ্ঞদের মতে যারা যারা হোয়াটসঅ্যাপ পে-এর সঙ্গে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করে রেখেছেন তাঁদের আরও বেশি করে সতর্ক হতে হবে।
বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সব লিঙ্ক আসে তাতে ক্লিক না করাই ভাল। অচেনা নম্বর থেকে ভিডিও কল বা ফোন কল পেলে তা না তোলাই ভাল। প্রয়োজনে পুলিশের সাইবার সেলে যোগাযোগ করুন।