21st June, 2025

দিনের কোন সময় বাড়িতে প্রবেশ করেন দেবী লক্ষ্মী? জ্যোতিষশাস্ত্র বলছে...

TV9 Bangla 

Credit -  Pinterest 

লক্ষ্মীকে ধন সম্পত্তির দেবী বলা হয়। যে ব্যক্তির বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে, সেখানে সুখ-শান্তিও বজায় থাকে।

এমনটা বিশ্বাস করা হয় যে, যাদের উপর লক্ষ্মী দেবীর কৃপা থাকে, তাদের ঘরে কখনও ঝগড়া হয় না। সব সময় শান্তি বিরাজ করে।

এ বার প্রশ্ন হল দিনের ঠিক কোন সময় কারও বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন? জ্যোতিষশাস্ত্র বলছে, সন্ধে, বিশেষ করে সূর্যাস্তের পর দেবী লক্ষ্মী কারও ঘরে প্রবেশ করে।

এমনটা বলা হয়, দিনের যে সময় লক্ষ্মী দেবী কারও বাড়িতে প্রবেশ করেন, তখন বেশ কিছু জিনিস একেবারেই করা উচিত নয়।

জ্যোতিষশাস্ত্র বলছে যে, লক্ষ্মী দেবীর বাড়িতে প্রবেশ করার সময় মূল দরজা কিছুক্ষণের জন্য খোলা রাখা ভালো। এটিকে শুভ বলে মনে করা হয়।

এমনটা বলা হয়, যে বাড়িতে আলো জ্বলে না, অন্ধকার বিরাজ করে, সেখানে মা লক্ষ্মী যান না। তাই বাড়ির প্রতিটি কোণায় পর্যাপ্ত আলো থাকা উচিত। তবেই মা লক্ষ্মী প্রসন্ন হন।

সন্ধেবেলা বাড়ির মূল দরজার কাছে আলো জ্বালানো শুভ বলে মনে করা হয়। অনেকে বাড়ির প্রধান দরজার কাছে ও মন্দিরে ঘি বা তেলের প্রদীপও জ্বালান।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।