24th January, 2025

মহাকুম্ভে শেষ অমৃত স্নান কবে? সে দিন রয়েছে জোড়া শুভ যোগ

Credit - PTI

TV9 Bangla

প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। ১৪৪ বছর পর সেখানে বসেছে মহাকুম্ভের আসর। মকর সংক্রান্তির দিন অমৃত স্নান করেছিলেন বহু সাধু-সন্ন্যাসী এবং সাধারণ পুণ্যার্থী।

২৬ ফেব্রুয়ারি অবধি প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ। এখনও অবধি মহাকুম্ভে দ্বিতীয় অমৃত স্নানের দিন আসেনি। তবে আর সেই দিন আসতে দেরি নেই।

ফের দূরদূরান্ত থেকে ছুটে আসা সাধু, সন্ন্যাসী এবং  পুণ্যার্থীরা অমৃত স্নান করবেন কয়েকদিন পরই। জানেন কবে রয়েছে মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান?

মহাকুম্ভে এরপরের অমৃত স্নান হবে মৌনী অমবস্যায়। আর তা হলে চলেছে এ বছরের ২৯ জানুয়ারি। মৌনী অমবস্যায় এ বার ত্রিবেণী যোগ তৈরি হবে। যা খুব শুভ।

১৪৪ বছর পর যে মহাকুম্ভের যোগ পড়েছে, তাতে শেষ অমৃত স্নান কবে? এক বিশেষ দিনে এ বারের মহাকুম্ভের শেষ অমৃতস্নান হবে।

২৬ ফেব্রুয়ারি হবে প্রয়াগরাজে মহাকুম্ভের শেষ অমৃতস্নান। সেদিন মহাশিবরাত্রি। আর এ বছর মহাশিবরাত্রিতে পড়েছে ভাদ্রবাসের শুভ যোগ।

মহাশিবরাত্রিতে শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবিযোগের মতো বিরল যোগ তৈরি হতে চলেছে। তাই এই যোগগুলিতে মহাকুম্ভের শেষ অমৃত স্নান হবে।

এ বছর মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ২৬ ফেব্রুয়ারি সন্ধে ৬টা ১৯ মিনিট থেকে। শুভ সময় থাকবে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত।