01 JUL 2025

শ্রাবণ মাসে শিবের ব্রত পালনের শুভ সময় কখন?  

credit:Getty Images

TV9 Bangla

আসছে শ্রাবণ মাস। হিন্দু শাস্ত্র মতে এই মাস অত্যন্ত পবিত্র একটি সময়। শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলেও গণ্য করা হয়। শাস্ত্র মতে এই মাসে সোমবার শুদ্ধ মনে নিয়ম মেনে শিবের মাথায় জল ঢাললে পূরণ হয় মনস্কামনা।

হিন্দু পঞ্জিকা অনুসারে অত্যন্ত পবিত্র এই মাস। এই মাসটি ভগবান শিব-এর উপাসনায় উৎসর্গীকৃত। মানুষ ভগবান শিব ও মা পার্বতীর উপাসনা করে, তাঁদের আশীর্বাদ প্রাপ্তির জন্য এবং জীবনের সমস্যা দূর করার উদ্দেশ্যে।

এই বছর কবে শুরু হচ্ছে শ্রাবণ মাস? স্বয়ং শিব শম্ভুর আরাধনা করার শুভ সময় কোনটি? জেনে নিন পঞ্জিকা অনুসারে সবটা।

এই বছর শ্রাবণের পবিত্র মাস শুরু হচ্ছে ১১ জুলাই ২০২৫ তারিখে। শেষ হবে ৯ আগস্ট ২০২৫। শ্রাবণ মাসের শেষ দিনেই উদ্‌যাপিত হবে রাখীবন্ধন  উৎসব।

সোমবার দিনটি ভগবান শিবের উপাসনার জন্য সবসময়ই বিশেষ শুভ বলে বিবেচিত হয়। তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলিকে শ্রাবণ সোমবারও বলা হয়।

এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবারের ব্রত পালনের সুযোগ রয়েছে। প্রথম শ্রাবণ সোমবার ব্রত ১৪ জুলাই ২০২৫। দ্বিতীয় শ্রাবণ সোমবার ব্রত ২১ জুলাই ২০২৫। ২৮ জুলাই ২০২৫ তৃতীয় শ্রাবণ সোমবার ব্রত। চতুর্থ ও শেষ শ্রাবণ সোমবার ব্রত পালন হয় ৪ আগস্ট ২০২৫।

শ্রাবণ মাস শেষ হবে ৯ আগস্ট ২০২৫, শনিবার। শ্রাবণ মাসে মা গৌরী-র উদ্দেশ্যে ব্রত পালন করা হয়। প্রতি মঙ্গলবার এই ব্রত রাখা হয়। ২০২৫ সালে মঙ্গলা গৌরী ব্রতের প্রথম তারিখ ১৫ জুলাই ২০২৫। দ্বিতীয় ব্রত ২২ জুলাই ২০২৫। তৃতীয় ব্রত ২৯ জুলাই ২০২৫ এবং শেষ ব্রত ৫ আগস্ট ২০২৫।  

শ্রাবণ মাসের সোমবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার পোশাক পরুন। ভগবান শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ দিয়ে অভিষেক করুন। বেলপাতা, ধুতুরা, গঙ্গাজল ও দুধ নিবেদন করুন। অভিষেকের সময় 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করুন। এতেই তুষ্ট হন দেবাদীদেব।