ঘন্টা কখন বাজানো উচিত? সঠিক নিয়ম না মানলেই কিন্তু বিপদ!
Credits:, Getty Images
TV9 Bangla
হিন্দু ধর্মে মন্দিরে গিয়ে ঘন্টা বাজানো এক প্রাচীন এবং গুরুত্বপূর্ণ রীতি। এটি কেবল আচার নয়, এর পেছনে রয়েছে ধর্মীয়, মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও। মন্দিরে গিয়ে কখন ঘন্টা বাজানো উচিত? কোন হাতে বাজানো শুভ?
শাস্ত্র বলছে ঘন্টা বাজালে মনে প্রশান্তির ভাবের বিকাশ ঘটে। কথিত মন্দিরে গিয়ে মনস্কামনা জানিয়ে ঘন্টা বাজালে ভগবানের আশির্বাদ পাওয়া যায়। এর মাধ্যমে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে।
মনে করা হয় ঘন্টার ধ্বনি এক ধরনের ধ্বনিতরঙ্গ তৈরি করে, যা মস্তিষ্ককে অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে রেখে একাগ্র করে।
বিশ্বাস করা হয়, ঘন্টার শব্দে আশেপাশের পরিবেশ থেকে অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব দূর হয়ে যায়, এবং জায়গাটি পবিত্র হয়।
শরীর ও মন শান্ত হয়। গবেষণা বলছে, ঘন্টার কম্পনীয় শব্দ শরীরে একটি ধ্বনি-তরঙ্গ সৃষ্টি করে যা নার্ভ সিস্টেমকে স্নিগ্ধ করে।
মনে করা হয় ঘন্টা বাজানোর আগে হাত ধুয়ে নেওয়া উচিত। সাধারণত ডান হাতে বাজানো হয়, তবে বাঁ হাতে বাজানো নিষিদ্ধ নয়। ঘন্টা বাজানোর সময় মন শান্ত রাখা ও অন্তর থেকে 'ওম' বা ঈশ্বরের নাম জপ করা উচিত।
খুব জোরে বা অযথা বেশি সময় ধরে বাজানো উচিত নয়, কারণ তাতে অন্য ভক্তের ধ্যানভঙ্গ হতে পারে। অনেক মন্দিরে ঘন্টার কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করার রীতি আছে। তবে মনে রাখবেন যদি ঘন্টা মন্দিরের মূল দরজার কাছে থাকে তাহলে তা বাজিয়ে ঢোকা উচিত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।