a lady applying Sunscreen

27th  March, 2025

সানস্ক্রিন তো মাখছেন, সঠিক উপায় জানা আছে?

TV9 Bangla

image

Credit - Canva

অনেকেই গরম পড়লে সানস্ক্রিন কেনেন এবং মাখেন। তবে সানস্ক্রিন শুধু গরমকালেই নয়, সারা বছরই ব্যবহার করা উচিত।

অনেকেই গরম পড়লে সানস্ক্রিন কেনেন এবং মাখেন। তবে সানস্ক্রিন শুধু গরমকালেই নয়, সারা বছরই ব্যবহার করা উচিত।

সূর্যের ক্ষতিকারণ UV রশ্মি সব সময়ই থাকে। ফলে শুধু গরমকালে সানস্ক্রিন মাখলাম, আর বছরের বাকি সময় তা মাখার বালাই নেয়, সেটা হলে চলবে না।

সূর্যের ক্ষতিকারণ UV রশ্মি সব সময়ই থাকে। ফলে শুধু গরমকালে সানস্ক্রিন মাখলাম, আর বছরের বাকি সময় তা মাখার বালাই নেয়, সেটা হলে চলবে না।

অনেকেই সানস্ক্রিন মাখেন। কিন্তু তা মাখার সঠিক উপায় জানেন? সরাসরি ত্বকে সানস্ক্রিন মাখলে ফল কম মেলে। তা হলে উপায়?

অনেকেই সানস্ক্রিন মাখেন। কিন্তু তা মাখার সঠিক উপায় জানেন? সরাসরি ত্বকে সানস্ক্রিন মাখলে ফল কম মেলে। তা হলে উপায়?

রোদে বেরোনোর ১৫-২০ মিনিট আগে সানস্ক্রিন মাখা ভালো। তবে সানস্ক্রিন মাখার আগে ময়েশ্চরাইজার ব্যবহার করা উচিত। তা হলে সানস্ক্রিনের কার্যকারিতা বাড়ে।

কিছু কিছু সানস্ক্রিন ত্বকে শুষ্কভাব তৈরি করতে পারে। তাই প্রথমে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।

সানস্ক্রিন একবার লাগালে খুব ভালো কাজ হয় না। তা গ্যাপে গ্যাপে বেশ কয়েকবার লাগাতে হয়। তা হলে ত্বক পুড়ে যায় না।

সানস্ক্রিন শুধু মুখে লাগালেই চলবে না। প্রবল গরমে, সানস্ক্রিন মুখের পাশাপাশি ঘাড় এবং গলাতেও ভালো করে লাগাতে হবে।

যে কোনও সানস্ক্রিন ব্যবহারের আগে, তা আপনার ত্বকের জন্য উপযুক্ত, কিনা নিশ্চিত করুতে হবে। সরাসরি মুখে সানস্ক্রিন না লাগিয়ে কনুইতে লাগিয়ে চেক করতে পারেন। জ্বালা, চুলকানি হলে তা ব্যবহার না করাই ভালো।