2nd January, 2025
তুলসী গাছে জল দেন রোজ, সঠিক সময়ে দিচ্ছেন তো?
Credit - Getty Images, PTI
TV9 Bangla
ভারতীয়দের বাড়িতে কমবেশি তুলসী গাছ দেখা যায়। হয় বাড়ির উঠোনে বা বাড়ির বাগানে থাকে তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়।
অনেকেই নিয়মিত তুলসী গাছে জল দেন। ঠিক কোন সময় তুলসী গাছে জল দেওয়া উপযুক্ত তা কি জানেন? এখানে সে বিষয়েই তুলে ধরা হল।
বিভিন্ন দেব-দেবীর পুজোয় তুলসী পাতা অতি অবশ্যই লাগে। পুজোয় তুলসী পাতা ব্যবহার ছাড়াও এটি খেলে শরীরে নানা উপকার মেলে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছে জল দেওয়ার জন্য সকালের সময় সবচেয়ে ভালো। শাস্ত্র অনুযায়ী, স্নানের পরে তুলসী গাছে জল দেওয়া উচিত।
সকালে সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল দেওয়া সবচেয়ে ভালো। সূর্যোদয়ের পর সকাল ১১টা অবধি তুলসী গাছে জল দিতে পারেন।
সূর্যোদয়ের আগেও তুলসী গাছে জল দেওয়া যায়। আসলে সূর্যোদয়ের ঠিক আগের সময়টি ব্রহ্ম মুহূর্ত। তখন তুলসী গাছে জল দেওয়াকে অত্যন্ত শুভ বলা হয়।
দুপুর ১২ টার পর তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়। সন্ধেবেলায় অনেকেই তুলসী গাছে জল দেন। তবে সন্ধায় তুলসী গাছে হাত দেওয়া ঠিক নয়।
তুলসী গাছে জল দেওযার সময় বিশেষ মন্ত্রও জপ করেন অনেকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, রবিবার ও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।
Learn more