মাথায় নয়, মুখে লাগান নারকেল তেল; দিনের কোন সময় মাখবেন?
TV9 Bangla
Pic Credit- Freepik
অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। সূর্যের তাপ ও দূষণের জেরে ত্বকে দেখা দিচ্ছে নানা সমস্যা। এসবের মুশকিল আসান হবে নারকেল তেলে।
শুধু শীতকালেই নয়, গরমকালেও নারকেল তেল মাখা ভালো। আর শুধু মাথাতে নয়, মুখেও এটি মাখা ভালো। কিন্তু আপনি কি জানেন, দিনের কোন সময় নারকেল তেল মাখলে সবচেয়ে বেশি উপকার হয়?
নারকেল তেল স্বাস্থ্য ও ত্বক দুইয়ের জন্যই অত্যন্ত উপকারী। এতে কোলাজেন থাকায় ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। নারকেল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
নারকেল তেল ত্বকের উজ্জ্বলভাব বজায় রাখে। কেউ যদি নিজের ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চরাইজ করতে চান, তা হলে নারকেল তেলের চেয়ে আর ভালো কিছু হয় না।
নারকেল তেলে থাকা উপাদান ও অন্যান্য বৈশিষ্ট্য ত্বককে ভিতর থেকে ময়েশ্চরাইজ করে, নরম ও ঝলমলেও করে তোলে। নারকেল তেল ভিটামিন-ই সমৃদ্ধ, তাই ত্বকের শুষ্কভাব কমাতে সাহায্য করে।
নারকেল তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সমস্যা যেমন - বলিরেখা ও ফাইন লাইনের মতো অ্যান্টি এজিং লক্ষণগুলি কমাতে সাহায্য করে।
প্রতিদিন রাতে নারকেল তেল দিয়ে মুখে ম্যাসাজ করলে সেই ব্যক্তির ত্বক চকচকে হয়, মসৃণ ও কোমল হয়। নারকেল তেলে রয়েছে লরিক এবং ক্যাপ্রিক অ্যাসিড। এই দুই উপাদান ব্রণ কমাতে সাহায্য করে।
এ ছাড়া এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। কেউ সারারাত মুখে নারকেল তেল মেখে রাখলে ত্বক সকালেই নরম বোধ হয়।