many umbrella

16th  March, 2025

কলকাতায় কোথায় কোথায় জলের দরে ছাতা পাওয়া যায় জানেন?

TV9 Bangla

image

Credit - Canva

দহন হোক বা বৃষ্টি, একখানা ছাতা অনেকের সারা বছরের ভরসা। অনেকেই বলে থাকেন যে, ভালো মানের ছাতা টেকে বেশিদিন।

দহন হোক বা বৃষ্টি, একখানা ছাতা অনেকের সারা বছরের ভরসা। অনেকেই বলে থাকেন যে, ভালো মানের ছাতা টেকে বেশিদিন।  

কিন্তু তার মানে এই নয় যে, সস্তার ছাতা বেশিদিন ব্যবহার করা যায় না। কলকাতার কোথায় সস্তায় ছাতা পাওয়া যায়, রইল তার হদিশ।

কিন্তু তার মানে এই নয় যে, সস্তার ছাতা বেশিদিন ব্যবহার করা যায় না। কলকাতার কোথায় সস্তায় ছাতা পাওয়া যায়, রইল তার হদিশ।

রোজ ছাতা ব্যবহার করতে গেলে একটু দেখে শুনে কেনা ভালো। অবশ্য যদি চান একটু সস্তায় বেছে নেবেন মনের মতো ছাতা, তা হলে যেতে পারেন কলকাতায় এই জায়গাগুলোয়।

রোজ ছাতা ব্যবহার করতে গেলে একটু দেখে শুনে কেনা ভালো। অবশ্য যদি চান একটু সস্তায় বেছে নেবেন মনের মতো ছাতা, তা হলে যেতে পারেন কলকাতায় এই জায়গাগুলোয়।

কলকাতায় সস্তায় ছাতা পাওয়ার জন্য সবচেয়ে প্রথমে যে জায়গার নাম করতে হয়, তা হল নিউ মার্কেট। সেখানে ৫০ টাকাতেও মেলে ছাতা।

নিউ মার্কেট কলকাতার একটি জনপ্রিয় বাজার। যেখানে বিভিন্ন জিনিস একসঙ্গে মেলে। নানা ধরনের ছাতা পাওয়া যায় এবং দরদাম করে তা সস্তায় কেনা সম্ভব।

শুধু নিউ মার্কেটই নয়, চাঁদনি চক, বড় বাজার, গড়িয়াহাট বাজার এবং কলেজ স্ট্রিটেও ভালো মানের এবং সস্তার ছাতা পাওয়া যায়।

কলকাতার মধ্যে মৌচাক মার্কেটেও সস্তায় রং-বেরঙের নানান ছাতা পাওয়া যায়। যা দামেও কম। আর টেকেও অনেকদিন।  

চাঁদনি চক ও বড় বাজারও কলকাতার বহু পুরনো জায়গা। সেখানে নানা জিনিস পাওয়া যায়। তার মধ্যে রয়েছে ছাতাও। খানিকটা দরদাম করতে পারলে, ভালো ছাতা কম দামে এখানে পেয়ে যাবেন।