শরীরের কোন অংশে শনিদেবের স্থান, কোথায় পড়ে প্রভাব?
TV9 Bangla
Credit - Pinterest
হিন্দুধর্মে, প্রতিটি গ্রহ শরীরের নির্দিষ্ট কিছু অংশের উপর রাজত্ব করে। কর্মের দাতা ও ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত শনিদেবেরও মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের উপর প্রভাব রয়েছে।
শনির সাড়েসাতি এবং ধাইয়ার সময় শরীরের বিভিন্ন অংশে এর প্রভাব দেখা যায়। বিশ্বাস করা হয় যে সাড়েসাতির প্রাথমিক পর্যায়ে মস্তিষ্ক এবং মুখমণ্ডলকে প্রভাবিত করে।
পরবর্তীতে শনির সাড়েসাতির ফলে ডান চোখ, বাম চোখ, ডান হাত, বাম হাত এবং অবশেষে পা ও পায়ের তলা প্রভাবিত হয়।
শরীরের কোন অঙ্গগুলির উপর শনিদেবের অবস্থান, জেনে নিন। নখ: নখের শক্তি ও স্বাস্থ্য শনির সঙ্গে সম্পর্কিত। দুর্বল, ভঙ্গুর বা সহজেই ভেঙে যাওয়া নখ শনির অশুভ প্রভাব নির্দেশ করে।
হাড় এবং জয়েন্ট: শনিদেব হাড়, জয়েন্ট, হাড়ের ঘনত্ব এবং সামগ্রিক কঙ্কালতন্ত্রের প্রধান কারণ। যদি শনি রাশিতে অশুভ বা দুর্বল হয়, তাহলে ব্যক্তির জয়েন্টে ব্যথা হয়।
দাঁত: শনি দাঁতেরও কারক। দাঁতের সমস্যা, গর্ত, দাঁত দুর্বল হয়ে পড়া বা অকাল দাঁত পড়ে যাওয়া শনির নেতিবাচক প্রভাবের লক্ষণ হতে পারে।
চুল: অকালে চুল পড়া, টাক পড়া, শুষ্ক চুল শনির নেতিবাচক প্রভাবের সঙ্গে যুক্ত হতে পারে। এছাড়া কারও কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বা দীর্ঘস্থায়ী হজমের সমস্যা শনির নেতিবাচক প্রভাবের লক্ষণ হতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।