6th January, 2025

বাড়ির টয়লেট কোথায় রয়েছে? বাস্তুশাস্ত্র মানলে করুন এই দিকে

Credit - Getty Images

TV9 Bangla

যে সকল ব্যক্তি বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন, তাঁদের বাড়ি বানানোর সময় বেশ কিছু দিকে খেয়াল রাখা উচিত।

বাড়ির টয়লেট ভীষণ গুরুত্বপূর্ণ। আর তাই সেটি বানানোর সময় সকলেরই বাস্তুর নিয়ম মেনে চলা খুবই জরুরি।

আসুন জেনে নেওয়া যাক বাড়ির টয়লেট কোন দিকে হওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির টয়লেট কখনও উত্তর-পূর্ব দিকে ও বাড়ির মাঝখানে করা উচিত নয়।

শাস্ত্রমতে, ধনের দেবতা কুবের ও দেবী লক্ষ্মী এই দিকে অধিষ্ঠান করেন। তাই এই দিকে টয়লেট করলে আর্থিক ক্ষতি হয়।

বাড়ির বাথরুম কখনওই দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত নয়। তা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে।

যে কোনও বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে টয়লেট থাকা উচিত। এ ছাড়া শুধু দক্ষিণ ও শুধু পশ্চিম দিকেও করা যেতে পারে বাড়ির বাথরুম।

বাস্তু শাস্ত্র অনুযায়ী উত্তর-পশ্চিম, শুধু দক্ষিণ ও শুধু পশ্চিম দিকে বাড়ির টয়লেট তৈরি করলে জীবনে কোনও ধরনের সমস্যা হয় না।

টয়লেট সিট উত্তর বা দক্ষিণ দিকে মুখ করা উচিত। টয়লেটের সিটের মুখ কখনও পূর্ব-পশ্চিম দিকে করা ঠিক নয়। রান্নাঘর যেন টয়লেটের সামনে না থাকে, সেটি দেখা উচিত।