মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকাল শুধু পুরুষরাই নয়, মহিলারাও অ্যালকোহল পান করেন। এমন একাধিক মহিলা রয়েছেন, যাঁরা নিয়মিত মদ্যপান করেন।
ভারতের কোন শহরে মেয়েরা সবচেয়ে বেশি টাকা মদ্যপানের পিছনে খরচ করেন জানেন? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
অনেকে এ তথ্য জানলে অবাক হতে পারেন যে, ভারতের বিভিন্ন জায়গায় পুরুষদের তুলনায় মহিলারা অ্যালকোহলের পিছনে বেশি টাকা খরচ করেন।
সমীক্ষা বলছে, মহিলাদের তুলনায় পুরুষরাই সবচেয়ে বেশি মদ্যপান করেন। কিন্তু ভারতের একটি শহর রয়েছে, যেখানে মেয়েরা মদ খেয়ে সকল রেকর্ড ভেঙে দিয়েছেন।
ভারতের অরুণাচল প্রদেশে ১৫ বছরের বেশি বয়সী সমস্ত মেয়ের মধ্যে ২৪% অ্যালকোহল পান করেন। এক বছরে সেখানকার মেয়েরা কোটি টাকার মদ পান করেছেন।
অরুণাচল প্রদেশের পর ভারতের দ্বিতীয় রাজ্য সিকিম, যেখানে মেয়েরা সবচেয়ে বেশি মদ্যপান করেন। সেখানে প্রায় ১৬% মহিলারা মদ পান করেন।
দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান ও গোয়াতে থাকা মেয়েরা অন্য শহরের তুলনায় কম মদ্যপান করেন। সেখানে এই সংখ্যাটা ২০ শতাংশেরও কম।
দেশে প্রায় ১৬ কোটি মানুষ অ্যালকোহল পান করেন। দেশের নানা মানুষ প্রতি বছর কোটি কোটি লিটার মদ পান করেন। সম্প্রতি দিল্লিবাসীরা নববর্ষে ৪০০ কোটি বোতল মদ পান করেছেন।