কাজের চাপের নিরিখে গোটা বিশ্বে কত নম্বরে ভারত?
insomnia 3

30 JAN 2025

কাজের চাপের নিরিখে গোটা বিশ্বে কত নম্বরে ভারত?

credit:Getty Images

image

TV9 Bangla

লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এস এন সুব্রামানিয়ান ক'দিন আগেই সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়।

লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এস এন সুব্রামানিয়ান ক'দিন আগেই সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়।  

এদিকে পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী সাপ্তাহিক কাজের সময় মোটামুটি ৪০-৫০ ঘণ্টার মধ্যে। তবে এমন অনেক দেশ আছে যেখানে এর থেকেও বেশি কাজ করতে হয়। জানেন কোন দেশে কাজের চাপ সবচেয়ে বেশি?

এদিকে পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী সাপ্তাহিক কাজের সময় মোটামুটি ৪০-৫০ ঘণ্টার মধ্যে। তবে এমন অনেক দেশ আছে যেখানে এর থেকেও বেশি কাজ করতে হয়। জানেন কোন দেশে কাজের চাপ সবচেয়ে বেশি?

আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রকাশিত একটি তথ্য অনুসারে ভুটানের মানুষ সবচেয়ে বেশি কাজ করেন। এই দেশের ৬১ শতাংশ কর্মচারী ৪৯ ঘণ্টার বেশি সময় কাজ করেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রকাশিত একটি তথ্য অনুসারে ভুটানের মানুষ সবচেয়ে বেশি কাজ করেন। এই দেশের ৬১ শতাংশ কর্মচারী ৪৯ ঘণ্টার বেশি সময় কাজ করেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। ভারতের ৬১ শতাংশ কর্মচারী সপ্তাহে ৪৯ ঘণ্টার বেশি সময় কাজ করেন। প্রত্যেক ভারতীয় সপ্তাহে অন্তত ৪৬.৭ ঘণ্টা কাজ করেন।

এই তালিকায় তৃতীয় স্থানেই রয়েছে পড়শি দেশ বাংলাদেশ। পরিসংখ্যান বলছে এই দেশের ৪৭ শ্তাংশ কর্মচারী ৪৯ ঘণ্টার বেশি সময় কাজ করে।

সবেচেয়ে বেশিক্ষণ কাজ করার ক্ষেত্রে তালিকায় সপ্তম স্থানে রয়েছে ভারতের আরেক পড়শির। পাকিস্তানে সপ্তাহে প্রায় ৫০ ঘণ্টার বেশি কাজ করেন প্রায় ৪০ শতাংশ মানুষ।

দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট্ট দেশ ভানুয়াটু। এই ছোট্ট দেশে মানুষ এক সপ্তাহে সব চেয়ে কম সময়ে কাজ করেন।

এই দেশের কর্মীরা সপ্তাহে গড়ে মাত্র ২৪.৭ ঘণ্টা কাজ করেন। দেশের মাত্র ৪ শতাংশ মানুষ ৪৯ ঘন্টা বা তার বেশিক্ষণ কাজ করেন।