14th February,  2025

৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন?

TV9 Bangla

Credit - Canva, Pinterest 

কোনও বিবাহিত ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক স্থাপিত হওয়াকে পরকীয়া বলে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা পরকীয়ায় লিপ্ত হন।

আপনি কি জানেন বিশ্বের কোন প্রান্তের পুরুষ ও মহিলারা সবচেয়ে বেশি পরকীয়য় লিপ্ত হন? তালিকা জানলে হয়তো চমকে যাবেন।

বিবাহ বহির্ভূত সম্পর্কের দিক থেকে প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ড। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের মতে, থাইল্যান্ডের ৫১ শতাংশ মানুষ পরকীয়ায় লিপ্ত।

পরকীয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। সেখানে বাস করা ৪৬ শতাংশ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

থাইল্যান্ড ও ডেনমার্কের পর জার্মানি রয়েছে পরকীয়ার দিক থেকে তিনে। সেখানে থাকা ৪৫ শতাংশ পুরুষ ও মহিলারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকেন।

জার্মানির পাশাপাশি ইতালিতেও ৪৫ শতাংশ মানুষ পরকীয়ার জড়িত। ফ্রান্সে ৪৩ শতাংশ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন।

নরওয়েতে পরকীয়ায় জড়িত মানুষের সংখ্যা ৪১ শতাংশ। বেলজিয়ামও রয়েছে এই তালিকায়। সেখানে থাকা ৪০ শতাংশ মানুষ একাধিক সম্পর্কে জড়ান। 

স্পেনে পরকীয়ায় জড়িয়ে রয়েছেন ৩৯ শতাংশ মানুষ। এ ছাড়া মার্কিন যুক্তরাজ্যের ৩৬ শতাংশ পুরুষ ও মহিলা একাধিক সম্পর্কে জড়ান। কানাডাতেও ৩৬ মানুষ পরকীয়ায় জড়িত।