29th June, 2025

সপ্তাহের কোন দিন চুল কাটলে ধেয়ে আসে বিপদ? আর কবে মেলে ভালো ফল?

TV9 Bangla 

Credit - Canva 

সংসারে সুখ ও শান্তি বজায় রাখার জন্য হিন্দুধর্মে বেশ কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। সেখানে চুল ও নখ কাটা নিয়েও নানা তথ্য রয়েছে।

কোন কাজ কোন দিন করতে নেই এবং কোন দিন কোন কাজ করলে শুভ ফল হয়, তা উল্লেখ রয়েছে শাস্ত্রে। চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিন চুল কাটার জন্য শুভ।

শাস্ত্র অনুযায়ী, বুধবার এবং শুক্রবার চুল কাটার জন্য শুভ। বুধে চুল কাটলে ব্যবসা ও চাকরির উন্নতি হয়। পাশাপাশি শুক্রবার চুল কাটলে জীবনে সুখ, সমৃদ্ধি বজায় থাকে।

শুভর কথা উঠলে অশুভর কথা উঠবে না, তেমনটা তো হয় না। তাই জেনে নেওয়া যাক কোন দিক চুল কাটা ঠিক নয়।

শাস্ত্র বলছে, বুধ ও শুক্র ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে চুল কাটা উচিত নয়। সেই দিক থেকে দেখতে হলে - সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবারে চুল কাটা ভালো নয়।

অনেকের বিশ্বাস এই দিনগুলোতে চুল কাটলে আয়ু কমে যায়। জীবনে উন্নতির রাস্তা বন্ধ হয়ে যায়। কাজে সফলতা আসে না।

কেউ কেউ ভাবেন, শনিবারে চুল কাটলে শনিদেব রুষ্ট হন। যার ফলে অনেকেই শনিবারে চুল দাড়ি কাটা এড়িয়ে চলেন। শনিবারে চুল কাটলে শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম ও শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।