11h July, 2025
শুধু ধুতুরা নয়, শ্রাবণ মাসে মহাদেবকে আর কোন ফুল দিলে হবেন সন্তুষ্ট?
TV9 Bangla
Credit - Pinterest
হিন্দুধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক। ১৪ জুলাই এবারের শ্রাবণের প্রথম সোমবার। এমন দিনে মহাদেবের ভক্তরা ব্রত করেন।
কথায় বলে মহাদেব অল্পতেই সন্তুষ্ট। একটি বেলপাতা অর্পণ করলেও ভোলেবাবা তুষ্ট হন। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে বেশ কয়েকটি ফুল দিতে হয়।
এই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করার জন্য শুধু ধুতুরা ফুল দিলেই চলবে না। পাশাপাশি সাদা আকন্দ ফুল দিলেও মহাদেব খুশি হন।
ধুতুরা ফুল তো মহাদেবকে অর্পণ করা হয়। সেই সঙ্গে এটির ফলও ভোলেবাবার পুজোতে লাগে। শ্রাবণের সোমবার শিবলিঙ্গে ধুতুরা ফুল দিলে সন্তান লাভের বাধা দূর হয়।
শাস্ত্রে উল্লেখ রয়েছে যে, মহাদেবের সঙ্গে সম্পর্কিত শমী পাতা। এই ফুল দিয়ে ভোলেবাবার পুজো করলে আর্থিক সমস্যা দূর হবে।
শ্রাবণ মাসে মহাদেবকে আকন্দ ফুল অর্পণ করলে নানা রকম রোগ দূর হয়। পাশাপাশি যে ব্যক্তি এই ফুল দিয়ে মহাদেবের পুজো করেন, তার মন শান্ত হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন