14 March 2024
এক ঘণ্টায় খুশকি তাড়াবে এই মাস্ক
credit: istock
TV9 Bangla
শীত যেতে না যেতেই বেড়ে চলেছে খুশকি। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, তা কিছুতেই বুঝতে পারছেন না।
তাই আর টাকা খরচ না করে বাড়িতেই তৈরি করে ফেলুন এই মাস্ক। এতে খরচাও নেই। অথচ উপকার পাবেন।
কীভাবে বানাবেন এই উপকারী হেয়ার মাস্ক? এর জন্য প্রথমে বড় চামচের এক চামচ চাল নিয়ে খানিকটা জলে মিনিট ৫ মিনিট ফুটিয়ে নিন।
ছেঁকে নিয়ে আলাদা করে নিন জল। এবার জলটিকে ঠান্ডা করতে রেখে অন্য একটি পাত্রে নিন ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল।
তাতে দিন ১ টেবিল চামচ নারকেল তেল। পুরো জিনিসটা ভাল করে ফেটিয়ে নিয়ে তাতে মেশান ওই চাল ধোওয়া জল।
আবার ভাল করে মিশিয়ে নিয়ে পুরো মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে রেখে দিন।
এবার এই মাস্ক স্নান করতে যাওয়ার ঘণ্টা দেড়েক আগে প্রথমে চুলের গোড়ায় গোড়ায় ওই মিশ্রণ স্প্রে করে লাগিয়ে নিন।
তারপরে ভাল করে জল দিয়ে ধুয়ে নিয়ে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে নিন। তফাৎ নিজেই বুঝতে পারবেন।
আরও পড়ুন