4th April, 2025

তরমুজ খেতে গিয়ে বীজ গিলে ফেলেছেন! জানেন শরীরে কী কাণ্ড ঘটতে পারে?

TV9 Bangla

Credit - Canva, Getty Image

এপ্রিল তো সবে শুরু। এই তো সদ্য শেষ হওয়া মার্চ থেকেই অনেকে গরমে হাঁসফাঁস করছেন। এই সময় বাড়ির বাইরে বেরোলেই ইচ্ছে কোনও পানীয় খেতে।

গরমে রাস্তায় মাঝে মাঝেই ঠেলাগাড়িতে আখের রস বিক্রি হতে দেখা যায়। কখনও কখনও ঠেলাগাড়িতে ডাবও বিক্রি হতে দেখা যায়।

রাস্তার ধারে দাঁড়িয়ে প্রাণ জুড়িয়ে নেওয়ার জন্য অনেকেই আখের রসে চুমুক দেন। কেউ কেউ আবার ডাবের জলে গলা ভেজান।

গরমকালে ইচ্ছেমতো অনেকেই অনেক কিছু খান। কবে আখের রস নাকি ডাবের জল শরীরের জন্য কোনটা বেশি উপকারী? বিশেষজ্ঞরা এ নিয়ে কী বলছেন জানেন?

শরীরে জলের ঘাটতি হলে চিকিৎসক, পুষ্টিবিদরা ডাবের জল খাওয়ার পরামর্শ দেন। হিট স্ট্রোক, ডায়েরিয়া, দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার।

পুষ্টিবিদদের মতে, ২৫০ মিলিলিটার ডাবের জলে ক্যালোরির পরিমাণ ৪৮। প্রাকৃতিক শর্করা ১০ গ্রাম। তাই শরীরে এনার্জি আনার জন্য ডাবের জলের জায়গায় আখের রস খাওয়া ভালো।

আখের রস ভিটামিন, মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। তা গরমে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। শক্তি অর্জন করতে চাইলে গরমে চুমুক দিতে পারেন আখের রসে।

ডাবের জল ইলোক্ট্রোলাইটের কাজ করে। তবে এতে যেহেতু পটাশিয়াম বেশি, তাই যাঁদের রক্তচাপ কম, তাঁদের এটি বেশি না খাওয়া ভালো। ডায়াবেটিকদেরও রোজ এটি খাওয়া ভালো নয়।