12 JUN 2025

প্লেন ক্র্যাশ হলেও প্রাণে বাঁচবেন, সিট বুক করার আগে জানুন বিমানের কোন আসন সবচেয়ে বেশি নিরাপদ?

credit:PTI

TV9 Bangla

বিপদ কখনও বলে কয়ে আসে না। তাই বিপদ এলে কী করবেন তা আগে থেকে ঠিক করে রাখাও সম্ভব নয়। তবে বিপদ হলেও যাতে ক্ষতি সর্বাপেক্ষা কম হয় তার জন্য আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করতেই পারি।

যেমন ধরুন বিমানে যাত্রা করার ক্ষেত্রে হঠাৎ কোনও যান্ত্রিক গোলযোগ, টারব্যুলেন্সের মধ্যে পড়ে যাওয়া, প্লেন ক্র্যাশ করার মতো নানা বিপদ ঘটতেই পারে। এটা গাড়ি বা প্লেন নয় যে টুক করে আপৎকালীন দরজা খুলে ঝাঁপ মেরে প্রাণ বাঁচাবেন।

কিন্তু এমন সিট বেছে নিতে পারেন যাতে যেখানে থাকলে দুর্ঘটনার মুহূর্তে নিজেকে বাঁচানো সহজ হতে পারে। যেহেতু প্লেনের ক্ষেত্রে সিট বেছে নেওয়ার স্বাধীনতা পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা সুবিধার। বিমানের কোন সিট সবচেয়ে বেশি নিরাপদ?

কিছু বিশেষজ্ঞের মতে মাঝ আকাশে বিমানে আগুন লেগে যাওয়া কিংবা অবতরণের সময় বিমান ভেঙে পড়ার মতো অবাঞ্ছিত বিপদ আসতেই পারে। তাই নিরাপদ আসন বেছে নেওয়া গুরত্বপূর্ণ।

এই ধরনের বিপদের হাত থেকে নিজের প্রাণে বাঁচতে মাঝের আসনে বসা সবচেয়ে নিরাপদ। জানলা বা করিডোরের সিটগুলোর তুলনায় মাঝের আসনে বসাটা বেশি নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে এই ক্ষেত্রে প্রাণ বাঁচলেও বাঁচতে পারে। মাঝের আসনে বসলে যেহেতু আপনার দু'পাশে যাত্রী থাকবে, তাই মৃত্যুর ঝুঁকি কমতে পারে।

যেহেতু প্লেনের ডানায় জ্বালানি থাকে, তাই বিমানে আগুন ধরে গেলে এবং মাঝের আসন বসলে ঝুঁকি কম। বিমানের ধরন বা আকার আলাদা হতে পারে, কিন্তু সুরক্ষিত আসন বেছে নেওয়ার নিয়ম সব ফ্লাইটের ক্ষেত্রে সমান।

ডানায় আগুন লাগলে তা গোটা বিমানে ছড়িয়ে পড়ে। নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে ডানার কাছে না বসাই ভাল। এছাড়াও আপৎকালীন দরজার কাছাকাছি সিট বেছে নিতে পারেন। এতে খানিকটা হলেও ঝুঁকি কমতে পারে।