সেলুনে গিয়ে রোজ রোজ শেভ করা সম্ভব নয়, তাই যারা ক্লিন শেভ লুক পছন্দ করেন, তাঁরা বাড়িতেই দাঁড়ি কামান। শেভ করার সময় মনে প্রায়শই একটি প্রশ্ন আসে।
সেটি হল শেভ করার সময় কী ধরনের জল ব্যবহার করা উচিত? গরম, ঠান্ডা নাকি স্বাভাবিক তাপমাত্রার জল, কোনটা ব্যবহার করা ভাল? এই প্রতিবেদনে রইল সেই উত্তর।
ঠান্ডা জল - শেভ করার পরে ঠান্ডা জল ব্যবহার করার কথা বলেন অনেকে। ঠান্ডা জল ত্বককে ঠান্ডা করে এবং ত্বকের ছিদ্র বন্ধ করে। হালকা কেটে গেলেও ঠান্ডা জল দিয়ে মুখ ধোওয়া ভাল।
সাধারণ জল - ঠান্ডা জল যদি জোগার করতে নাও পারেন, তাহলে স্বাভাবিক তাপমাত্রার জলে মুখ ধুয়ে নিতে পারেন। এই জল মুখ ধোওয়ার জন্য ভাল।
গরম জল - শেভ করার জন্য গরম জল ব্যবহার করাই শ্রেষ্ঠ বলে মনে করেন অনেকে। এই জল দাঁড়িকে নরম করে এবং ত্বকের ছিদ্র খুলে দেয়, ফলে সহজেই দাঁড়ি কামানো যায়।
মনে রাখবেন শেভ করার আগে সব সময় মুখ ভাল করে ধুয়ে নিন। নিজের জন্য আলাদা একটি রেজার রাখুন, অন্যের রেজার ব্যবহার না করাই ভাল। সঙ্গে ভাল মানের শেভিং ক্রিম ব্যবহার করুন।
অনেকের মতে শেভ করার পর গরম জল দিয়ে মুখ ধুলে করলে ত্বকের জ্বালাপোড়া কমে যায় এবং শেভিং সহজ ও আরামদায়ক হয়।
দ্রষ্টব্য: এখানে দেওয়া তথ্য শুধুমাত্র আপনার তথ্যের জন্য। মনে রাখবেন শেভিং-এর সময় কী ধরনের জল ব্যবহার করা উচিত তা একান্তই আপনার ব্যাক্তিগত বিষয়। আপনি যে জলে স্বাছন্দ্য সেটাই ব্যবহার করুন।