13th June, 2025

হলুদ মেশানো দুধ খান? কাদের জন্য এটি ‘বিষ’-এর সমান?

TV9 Bangla

Credit -  Freepik, Getty Image 

দুধ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। আর হলুদের বিশেষ গুণ রয়েছে। যখন এই দুটো মিশিয়ে খাওয়া হয়, তা শরীরের ভালো করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, হলুদের সঙ্গে দুধ মিশিয়ে পান করলে অনেক স্বাস্থ্যকর উপকারিতা পাওয়া যায়।

হলুদ মিশ্রিত দুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে অনেকেই হলুদ-দুধ পান করতে আগ্রহী। তবে সেই সকল ব্যক্তিদের অতি অবশ্যই একটি জিনিস জানা উচিত।

আসলে বেশ কিছু ব্যক্তিদের জন্য হলুদ মিশ্রিত দুধ খাওয়া একেবারেই ভালো নয়। এই তালিকায় কোন ব্যক্তিরা পড়েন জেনে নেওয়া যাক।

চিকিৎসকরা জানাচ্ছেন যে, যাদের ত্বকের অ্যালার্জি রয়েছে, তাদের হলুদ-দুধ খাওয়া ভালো নয়। অন্যথায় সেই সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এ ছাড়া, যাদের পেট ব্যথা হয় প্রায়শই, তাদের হলুদ-দুধ পান করা উচিত নয়। কারণ হলুদ-দুধ খেলে এতে উপস্থিত কারকিউমিন পলিফেনল পেট ব্যথা আরও বাড়িয়ে তুলতে পারে।

কোনও কোনও ব্যক্তির বমি বমি ভাব হয়, বমি বা ডায়রিয়ার সমস্যা থাকে, তাদের কোনও অবস্থাতেই হলুদ মিশ্রিত দুধ পান করা উচিত নয়।

এখানেই শেষ নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এও বলছেন যে, পেটের সমস্যা এবং পিত্তনালীর সমস্যাযুক্ত ব্যক্তিদের হলুদের দুধ এড়িয়ে যাওয়া ভালো।