photo of debt

11th April, 2025

কোন গ্রহের প্রকোপে বাড়বে ঋণের বোঝা? জ্যোতিষশাস্ত্র বলছে...

TV9 Bangla

image

Credit - Canva, Getty Image

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের নানা অবস্থানের জন্য় কোনও কোনও ব্যক্তির জীবনে বিরাট প্রভাব পড়ে। গ্রহের স্থান পরিবর্তন হলে অনেক সময় জীবনে সংকট নেমে আসে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের নানা অবস্থানের জন্য় কোনও কোনও ব্যক্তির জীবনে বিরাট প্রভাব পড়ে। গ্রহের স্থান পরিবর্তন হলে অনেক সময় জীবনে সংকট নেমে আসে।

কোনও ব্যক্তির জীবনে অর্থ, ঋণ, অগ্রগতি সবকিছুর জন্যই গ্রহের একটা প্রভাব থাকেই। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে যে, কোন গ্রহের প্রকোপে ঋণ হয়।

কোনও ব্যক্তির জীবনে অর্থ, ঋণ, অগ্রগতি সবকিছুর জন্যই গ্রহের একটা প্রভাব থাকেই। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে যে, কোন গ্রহের প্রকোপে ঋণ হয়।

মোট ৩ গ্রহের কারণে কারও জীবনে ঋণের বোঝা বাড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি ছাড়া মঙ্গল এবং রাহুর মতো একাধিক গ্রহ কোনও ব্যক্তির জীবনে ঋণের জন্য দায়ী।

মোট ৩ গ্রহের কারণে কারও জীবনে ঋণের বোঝা বাড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি ছাড়া মঙ্গল এবং রাহুর মতো একাধিক গ্রহ কোনও ব্যক্তির জীবনে ঋণের জন্য দায়ী।  

যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনির দোষ থাকে বা শনির অবস্থা খারাপ হয়, তা হলে সেই ব্যক্তির জীবনে ঋণ বাড়তে শুরু করে।   

মঙ্গল গ্রহকে সাহস, শক্তি, ও রাগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলের ক্ষতিকর প্রভাবের ফলে কোনও ব্যক্তি ঋণে ডুবে যেতে পারেন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু গ্রহের প্রকোপ বাড়তে দেনা বাড়তে থাকে। এ ছাড়াও জীবনে একবার রাহুর অশুভ প্রভাব পড়লে, একাধিক সমস্যা তৈরি হয়।  

যাঁরা জ্যোতিষশাস্ত্র মানেন, তাঁরা মঙ্গল, রাহু ও শনি গ্রহের প্রভাব থেকে নিজের জীবন বাঁচানোর জন্য নানা রকমের রত্নও ধারন করেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।