24th January, 2025
ভান্ডারি, কোঠারী... মহাকুম্ভে দীক্ষা নেওয়ার পর সাধুরা কী কী পদ পান?
Credit - PTI
TV9 Bangla
সঙ্গম নগরী প্রয়াগরাজে মহাকুম্ভের আসর বসেছে। সেখানে দেশ-বিদেশ থেকে সাধু, সন্ন্যাসীরা ভিড় জমিয়েছেন। অনেক সাধু, সন্ন্যাসীরা সেখানে দীক্ষা নিচ্ছেন।
১৪৪ বছর পর অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভে বিপুল সংখ্যক ভক্ত, সাধু ও সন্ন্যাসীরা দীক্ষা নিচ্ছেন। দীক্ষা নেওয়ার পর সাধুরা নানা পদ পান।
বয়সের ভিত্তিতে এই ভাগ করা হয়। দীক্ষা নেওয়ার পর সাধুদের বয়স অনুযায়ী যে পদ দেওয়া হয়, সেগুলি হল কোতোয়াল, পূজারি, বড় কোতোয়াল।
এ ছাড়া সাধুদের যে আলাদা পদ দেওয়া হয়, সেগুলি হল ভান্ডারি, মহন্ত এবং সচিব। এই সকল পদগুলির মধ্যে সর্বোচ্চ হল সচিব।
বিভিন্ন ধরনের সাধুদের মধ্যে নাগা সাধুদের জীবন সবচেয়ে কঠিন। তাঁদের কঠোর নিয়মশৈলী পালন করতে হয়। আর তাঁদের কুম্ভমেলার সময় দেখা যায় বেশি।
এ বারের মহাকুম্ভে প্রচুর সাধু-সন্ন্যাসীরা ভাইরাল হয়েছেন। নাগা সন্ন্যাসীদের প্রতি সাধারণ মানুষের জানার আগ্রহ ফের একবার খুব স্পষ্ট দেখা যাচ্ছে।
প্রয়াগরাজে মহাকুম্ভ শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। তার আগে প্রয়াগরাজে অমৃত স্নানের যোগ রয়েছে ২৯ জানুয়ারি। সেদিন মৌনী অমবস্যা।
মহাকুম্ভে এ বারের মতো শেষ অমৃত স্নানের শুভ তিথি ২৬ ফেব্রুয়ারি। সেই দিন মহাশিবরাত্রি। প্রচুর সাধু, সন্ন্যাসী ও পুণ্যার্থীরা সেই দিন অমৃত স্নান করবেন।
আরও পড়ুন