গোল, চৌকো নাকি ত্রিভূজ, বাড়িতে কোন ঘড়ি রাখা শুভ? বাস্তুশাস্ত্র বলছে…
TV9 Bangla
Credit - Freepik, X
বর্তমানে স্মার্টফোনের যুগ। সেখানে হাতঘড়ি, দেওয়াল ঘড়ির কদর কমেছে ঠিকই, কিন্তু তা এখনও একেবারে বন্ধ হয়নি।
অনেকে বাড়ি-ঘর সাজাতে পছন্দ করেন। যার ফলে অনেকে ইচ্ছেমতো দেওয়াল ঘড়ি কেনেন। এবং তা বাড়ির নানা জায়গায় রাখেন।
গোল, চৌকো নাকি ত্রিভূজ কোন ঘড়ি বাড়ির জন্য ভালো? বাস্তুশাস্ত্র মতে কেমন আকারের ঘড়ি বাড়িতে রাখা শুভ?
বাস্তুশাস্ত্র মতে বাড়ি-ঘরের কোথায় দেওয়াল ঘড়ি রাখছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। তার উপর সুখ, শান্তি ও সমৃদ্ধিও নির্ভর করে।
বাস্তুশাস্ত্র বলছে বাড়ির পূর্ব, পশ্চিম ও উত্তর দিকের দেওয়ালে ঘড়ি ঝোলানো ভালো। তবে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি ঝুলিয়ে রাখা উচিত নয়।
আজকাল নানা আকারের দেওয়াল ঘড়ি পাওয়া যায়। যেগুলি দেখতে যেমন সুন্দর, তেমনই বাড়ির সৌন্দর্যও বাড়ায়। কিন্তু বাস্তুশাস্ত্র যদি মানেন, তা হলে বাড়িতে গোল দেওয়াল ঘড়ি রাখাই শ্রেয়।
বাড়িতে দেওয়াল ঘড়ি রাখলে সেটি যেন সচল থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, অচল দেওয়াল ঘড়ি বাড়িতে রাখা শুভ নয়।
বাড়ির দেওয়াল ঘড়ির কাচ যেন না ভাঙা হয়। তাতে নেতিবাচক শক্তি বাড়িতে বাড়ে। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।