বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম নেতা ভারতকে শত্রু দেশ বলে ঘোষণা করার দাবি জানিয়েছেন। হুমকি দিয়ে বলেছেন সেভেন সিস্টার্স দখল করবেন।
বলেছিলেন চার দিনে কলকাতার দখল নেবেন তাঁরা। আর বলেছিলেন কলকাতা, আগরতলা, সেভেন সিস্টারস নিয়ে টান দেবেন তাঁরা। কিন্তু সেভেন সিস্টারস কেন? কী এই সেভেন সিস্টারস জানেন?
সেভেন সিস্টারসের মধ্যে পড়ে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা একত্রে 'সেভেন সিস্টারস অব ইন্ডিয়া' নামে পরিচিত।
জানা যায় ১৯৭২ সালে প্রথম এই শব্দ বন্ধের উৎপত্তি ঘটে। পেশায় সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া প্রথম এই শব্দটির উত্থাপন করেন।
ভারতের উত্তর পূর্বের এই সাত রাজ্যের মানুষ, তাঁদের জীবন যাপন, স্বাধীনতা সংগ্রাম সব নিয়ে একটি বই লেখেন জ্যোতিপ্রসাদ। সেই বইয়ে সেভেন সিস্টারস বলে উল্লেখ করা হয়।
সেই থেকেই এই নাম প্রসিদ্ধ হয়ে ওঠে। সাংস্কৃতিক বৈচিত্র্য, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই সেভেন সিস্টারসের মূল আকর্ষণ।
ভারতের এই সেভেন সিস্টারসের একটা বড় অংশ চিন, মায়ানমার, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্য মূল আকর্ষণ হলেও এখানকার অনেক ভাষাই এখন লুপ্ত প্রায়।
তবে কট্টরপন্থী নেতার মুখে কেন সেভেন সিস্টারসের কথা শোনা গেল তা বলা মুশকিল। অনুমান, বাংলাদেশের সঙ্গে অনেকটা সীমান্ত থাকায় কলকাতা এবং সেভেন সিস্টারসের কথা শোনা গিয়েছে।